দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 21/10/2023 & 22/10/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  21/10/2023 & 22/10/2023

********************


21/10/2023
■ 1. প্রতিবছর 21 শে অক্টোবর National Police Commemoration দিবস পালিত হয় 
■ 2. কোটাক মাহিন্দ্রা ব্যাংককে MFI Sonata Finance আয়ত্ত করার মান্যতা দিলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
■ 3. ভারতীয় মার্কেটের জন্য ঈপ্সিতা দাশগুপ্তকে সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করলো HP
■ 4. অগ্রিম বুকিং করা মিল ডেলিভারির জন্য IRCTC এবং Zomato জোটবদ্ধ হলো 
■ 5. ভারতের প্রথম রিজিওনাল র‍্যাপিড ট্রেন সার্ভিস 'Namo Bharat' (RapidX) এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
■ 6. ভারতীয় নৌবাহিনীতে তৃতীয় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার Yard 12706 (Imphal) অন্তর্ভুক্ত হলো 
■ 7. MILAN 24 (মাল্টিল্যাটারাল নাভাল এক্সারসাইজ 2024) এর জন্য মিড-প্লানিং কনফারেন্স হোস্ট করতে চলেছে ভারতীয় নেভী 
■ 8. পন্ডিত অজয় চক্রবর্তীকে 'দুর্গা ভারত সম্মানে' সম্মানিত করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস
■ 9. অরুণাচল প্রদেশের ইটানগরে একটি সাব-অফিস স্থাপন করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক 
■ 10. প্রথম দেশ হিসেবে অফশোর ভ্যাসেল থেকে Electromagnetic Railgun লঞ্চ করলো জাপান

22/10/2023
● 1. ভারতে অনলাইন অর্থনৈতিক দুর্নীতি রুখতে গুগল DigiKavach প্রোগ্রাম লঞ্চ করলো 
● 2. ভারতের প্রথম হিউম্যান স্পেস মিশন, ইসরোর গগনযান মিশনের জন্য ডিজাইন করা Test Vehicle-D1 (TV-D1) সফল উড়ান সম্পন্ন করলো 
● 3. ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (UNWTO) এর বেস্ট ট্যুরিজম ভিলেজ 2023 সম্মান পেলো গুজরাটের Dhordo
● 4. 2024 সালে E-Prix এর দ্বিতীয় সংস্করণ হোস্ট করতে চলেছে হায়দ্রাবাদ
● 5. ইউরোপিয়ান ইউনিয়নের এর Sakharov প্রাইজ 2023 জিতলেন Jina Mahsa Amini
● 6. পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদ্বীপ সিং পুরী নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'The Reverse Swing: Colonialism to Cooperation’, এটি লিখেছেন অশোক ট্যান্ডন 
● 7. 21 তম ভারত-ফ্রান্স মিলিটারি সাব-কমিটি মিটিং নতুন দিল্লীতে অনুষ্ঠিত হলো 
● 8. জেনেভাতে UN এর ভারতের রাষ্ট্রদূত পদে অরিন্দম বাগচীকে নিযুক্ত করা হলো 
● 9. দুই দিন ব্যাপী Anthurium উৎসব মিজোরাম রাজ্যে উদযাপিত হলো 
● 10. দুবাইতে বিশ্বের প্রথম জেন্ডার ব্যালেন্স ফ্রেমওয়ার্ক অনুষ্ঠিত হলো