দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 20/10/2023
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 20/10/2023
********************
★ 1. প্রতিবছর 20 ই অক্টোবর বিশ্ব জুড়ে International Chefs Day পালিত হয়, এছাড়া এই দিনটি বিশ্ব স্ট্যাটিস্টিক্স দিবস হিসেবেও পালিত হয়
★ 2. 2030 সালের মধ্যে গ্লোবাল ট্রাভেলে ভারত চতুর্থ বৃহত্তম Spender হতে চলেছে
★ 3. ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) সাইক্লোন তেজ সম্পর্কে মুম্বাইকে সতর্ক করলো
★ 4. তিনটি টাইগার রিজার্ভের জন্য স্পেশ্যাল টাইগার প্রটেকশন ফোর্স গঠনের অনুমোদন দিলো অরুণাচল প্রদেশ মন্ত্রী পরিষদ
★ 5. অসমের গুয়াহাটিতে নবনির্মিত 'শ্রদ্ধাঞ্জলি' ফ্লাইওভারের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা
★ 6. বিশ্বের নাম্বার ওয়ান দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে কৃতিত্ব অর্জন করলো ভারতীয় গ্র্যান্ডমাস্টার কার্থীকেয়ান মুরলি
★ 7. 'Freight Tiger' এর 27% মালিকানা অর্জন করতে 150 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে টাটা মোটরস
★ 8. ক্রিকেটার মোহাম্মদ সামীকে Puma এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো
★ 9. সাস্টেনবিলিটি ইনিশিয়েটিভ এর জন্য দি ইনস্টিটিউট অফ চার্টাড একাউনট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) সম্মানীয় ইউএন আওয়ার্ড পেলো
★ 10. ষষ্ঠ এসেম্বলি অফ দি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স নতুন দিল্লীতে 30 শে অক্টোবর থেকে 2 রা নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে