দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 18/10/2023 & 19/10/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  18/10/2023 & 19/10/2023

********************


18/10/2023
◆ 1. গ্লোবাল অন-টাইম পারফরম্যান্স সূচীতে কেম্পেগোদা আন্তর্জাতিক এয়ারপোর্ট শীর্ষস্থান অধিকার করলো 
◆ 2. ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (IDFC) এবং IDFC ফার্স্ট ব্যাংকের মার্জের অনুমোদন দিলো কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া 
◆ 3. উত্তর-পূর্ব রাজ্য আসামে কাটি বিহু উৎসব উদযাপিত হলো 
◆ 4. রেগুলেটারি ভায়োলেশনের জন্য অসিআইসিআই ব্যাংক এবং কোটাকে মাহিন্দ্রা ব্যাংকের উপর ফাইন চাপালো রিজার্ভ ব্যাংক 
◆ 5. উজ্জ্বলা স্কীম সুবিধাভোগীদের জন্য বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের ঘোষণা করলেন ইউপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
◆ 6. ভারতের 303 জন অ্যাথলিট চীনে অনুষ্ঠিত হতে চলা চতুর্থ এশিয়ান প্যারা গেমসে অনুষ্ঠিত হতে চলেছে 
◆ 7. স্কিল ডেভেলপমেন্ট এবং এন্ত্রাপ্রিনিউরশিপ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লীতে IndiaSkills 2023-24 লঞ্চ করলেন 
◆ 8. 2030 সালের মধ্যে ইনফ্রাস্ট্রাকচারে ভারত 143 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে 
◆ 9. গত 17 ই অক্টোবর বিশ্ব ট্রমা দিবস পালিত হলো 
◆ 10. উত্তরাখণ্ডে 4200 কোটি টাকার বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

19/10/2023
❏ 1. গ্লোবাল পেনশন ইনডেক্স 2023 এ ভারত 45 তম স্থান অধিকার করলো, নেদারল্যান্ডস শীর্ষস্থান অধিকার করলো
❏ 2. ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক আফফায়ার্স (CCEA) লাদাখে 13 GW গ্রীন এনার্জি করিডোর প্রজেক্টের মান্যতা দিলো 
❏ 3. ওড়িশা এবং ত্রিপুরার রাজ্যপাল পদে রঘুবর দাস এবং ইন্দ্র সেন রেড্ডি নাল্লুকে নিযুক্ত করা হলো যথাক্রমে 
❏ 4. উত্তর প্রদেশে দেশের প্রথম রিজিওনাল র‍্যাপিড ট্রানজিট সিস্টেম লঞ্চ হতে চলেছে 
❏ 5. গ্লোবাল রিমোট ওয়ার্ক ইনডেক্সে ভারত 108 টি দেশের মধ্যে 64 তম স্থান অধিকার করলো
❏ 6. ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশন বোর্ডে ড: মীনেশ শাহ কে নির্বাচিত করা হলো 
❏ 7. Sanjay Kulshreshtha কে HUDCO এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো 
❏ 8. ক্যামব্রিয়ান প্যাট্রোল 2023 মিলিটারিতে ভারতীয় সেনাবাহিনী গোল্ড মেডেল জিতলো 
❏ 9. সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আশুতোষ শর্মা যুবরাজ সিংয়ের দ্রুততম 50 রানের রেকর্ড ভাঙলো 
❏ 10. ইকুয়েডরের কনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসেবে Daniel Noboa কে নির্বাচিত করা হলো