দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 16/10/2023 & 17/10/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  16/10/2023 & 17/10/2023

********************


16/10/2023
■ 1. 'স্পেস অফ হুইলস' এক্সহিবিশনের জন্য ইসরো এবং Vijnana Bharati জোটবদ্ধ হলো 
■ 2. ভারতের বাইরে উচ্চতম 19 ফুট লম্বা বি আর আম্বেদকর মূর্তি ওয়াশিংটনে উন্মোচন করা হলো 
■ 3. শিক্ষামন্ত্রক এবং ভারত সরকার সম্প্রতি APAAR ID যেটি "One Nation One Student ID Card" শুরু করলো
■ 4. ভারত সরকার 23 শে আগস্টকে জাতীয় মহাকাশ দিবস ঘোষণা করলো
■ 5. পাঞ্জাবের Nawanpind Sardaran গ্রামটি বেস্ট Tourism Village আওয়ার্ড জিতলো 
■ 6. ইন্ডিয়ান রিনিউইবেল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেডের ডিরেক্টর (ফাইন্যান্স) পদের দায়িত্ব নিলেন বিজয় কুমার মোহান্তি
■ 7. 3D প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে তৈরি কেরালায় রাজ্যের প্রথম বিল্ডিং 'Amaze-28' এর উদ্বোধন করা হলো 
■ 8. প্রতিবছর 16 ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়, এবছরের থিম - Water is life, water is food. Leave no one behind
■ 9. প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এম এস গিল 86 বছর বয়সে প্রয়াত হলেন 
■ 10. FIDE ওয়ার্ল্ড জুনিয়র র‍্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন রৌনক সাধয়ানী


17/10/2023
★ 1. মুম্বাইতে গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট 2023 এর তৃতীয় সংস্করণ এর ভার্চুয়ালি উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
★ 2. মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বিচারপতি সিদ্ধার্থ মৃদুলকে নিযুক্ত করা হলো 
★ 3. প্রতিবছর 17 ই অক্টোবর International Day for the Eradication of Poverty পালন করা হয়, এবছরের থিম - Decent Work and Social Protection, এছাড়া গত 16 ই অক্টোবর World Anaesthesia Day 2023 পালিত হলো, থিম - Anaesthesia and Cancer Care
★ 4. প্রথম রাজ্য হিসেবে শ্রমিকদের নূন্যতম মজুরি নিশ্চিতকরণে পদক্ষেপ নিলো ঝাড়খন্ড সরকার 
★ 5. উত্তরপ্রদেশ সরকার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্ন প্রোগ্রাম 'Swachch Tyohar, Swasth Tyohar' লঞ্চ করলো 
★ 6. ভারত এবং ইউকে এর মধ্যে নতুন দিল্লীতে প্রথমবার 2+2 ফরেন এন্ড ডিফেন্স ডায়ালগ অনুষ্ঠিত হলো 
★ 7. আহমেদাবাদের পেরি-আরবান অঞ্চলের উন্নতির জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $181 মিলিয়ন বিনিয়োগ করলো 
★ 8. FICCI সার্ভে অনুযায়ী 2024 অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.3% হতে চলেছে 
★ 9. রিটেইলারদের সশক্তিকরণের জন্য NSDC এবং Coca-Cola ইন্ডিয়া 'Super Power Retailer Program' লঞ্চ করলো
★ 10. প্রখ্যাত মালয়ালাম ফিল্ম প্রোডিউসার পি ভি গঙ্গাধরণ 80 বছর বয়সে প্রয়াত হলেন