দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 13/10/2023 & 14/10/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  13/10/2023 & 14/10/2023

********************

13/10/2023
★ 1. উদয়পুর ভারতের প্রথম ওয়েটল্যান্ড সিটিতে পরিণত হতে চলেছে 
★ 2. তামিল লেখক শিবশঙ্করীকে সম্মানীয় 'সরস্বতী সম্মান 2022' এ সম্মানিত করা হলো 
★ 3. অরুণাচল প্রদেশে 118.50 কোটি টাকার 7 টি ব্রিজ প্রজেক্টের মান্যতা দিলো কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাদকারী 
★ 4. ভারত এবং ফ্রান্স এর প্রতিরক্ষা মন্ত্রী প্যারিসে পঞ্চম বার্ষিক ডিফেন্স ডায়ালগ সম্পন্ন করলো 
★ 5. ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের সাথে মিলে ভারতীয় পার্লামেন্ট নবম P20 সামিট নতুন দিল্লীতে হোস্ট করতে চলেছে 
★ 6. গ্লোবাল হাঙ্গার ইনডেক্স 2023 এ ভারত 125 টি দেশের মধ্যে 111 তম স্থান অধিকার করলো 
★ 7. মেন্টাল হেল্থ এন্ড কাউন্সেলিং এ টেলিকমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করার জন্য উত্তরপ্রদেশ পুরস্কার জিতলো 
★ 8. অলিম্পিকে গোল্ড মেডেল বিজেতা নীরাজ চোপড়াকে Laureus এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো
★ 9. পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর 5.39 কোটি টাকা ফাইন চাপালো ভারতীয় রিজার্ভ ব্যাংক 
★ 10. প্রতিবছর 13 ই অক্টোবর International Day for Disaster Risk Reduction পালিত হয়, এবছরের থিম - 'Fighting inequality for a resilient future'


14/10/2023
★ 1. আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর সেপ্টেম্বর হলেন শুভমান গিল (পুরুষ দল) এবং চামারি আথাপাত্থ (মহিলা দল)
★ 2. এবছর 14 ই অক্টোবর বিশ্ব পরিযায়ী পক্ষী দিবস পালিত হলো, থিম - Water: Sustaining Bird Life
★ 3. মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2023 এর জন্য ঝাড়খন্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন 'জুহি' নামক ম্যাসকটের উন্মোচন করলেন 
★ 4. হায়দ্রাবাদের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন আইপিএস অফিসার সন্দীপ শানডিল্য
★ 5. মুম্বাইতে 141 তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সেশনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
★ 6. ওয়ার্ল্ড এথলিট অফ দি ইয়ার আওয়ার্ড 2023 এর জন্য নীরাজ চোপড়াকে মনোনীত করা হলো 
★ 7. মার্চেন্টদের উপর গুরুত্ব দিয়ে 'Xtreme' নামক পার্সেল ডেলিভারি সার্ভিসের সূচনা করলো Zomato
★ 8. প্রথমবার সিয়াচেন হিমবাহতে মোবাইল টাওয়ার স্থাপন করলো ভারতীয় আর্মি 
★ 9. মাইকেল ডগলাসকে সত্যজিৎ রায় এক্সেলেন্স ইন ফিল্ম লাইফটাইম আওয়ার্ড এ সম্মানিত করা হতে চলেছে 
★ 10. NTPC Green Energy JV তে 1660 কোটি টাকা বিনিয়োগের মান্যতা দিলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বোর্ড