দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 11/10/2023 & 12/10/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  11/10/2023 & 12/10/2023

********************


11/10/2023
➤ 1. প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা মজবুত করতে ভারত এবং ইতালির মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো 
➤ 2. বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের সাহায্যে তৈরি দেশের বৃহত্তম প্রজেক্ট 82 কিমি পদ্মা ব্রিজ রেল লিঙ্ক এর উন্মোচন করলেন 
➤ 3. চারচাকার গাড়ির জন্য EV চার্জার স্থাপনের জন্য Bridgestone এবং Tata Power জোটবদ্ধ হলো 
➤ 4. ইকোনমিক করিডর প্রজেক্টের জন্য আসাম সরকার 3000 কোটি টাকার মান্যতা দিলো 
➤ 5. ভারতে অলিম্পিকের গুরুত্ব প্রমোট করতে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সাথে রিলায়েন্স ফাউন্ডেশন জোটবদ্ধ হলো 
➤ 6. হুরুন লিস্ট অনুযায়ী, ভারতের ধনীতম তালিকায় গৌতম আদানীকে টপকে গেলেন মুকেশ আম্বানি 
➤ 7. 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.3% নির্ধারণ করলো IMF
➤ 8. প্রতি বছর 11 ই অক্টোবর International Day of the Girl Child পালন করা হয়, এবছরের থিম - 'Invest in Girls' Rights: Our Leadership, Our Well-being'
➤ 9. ন্যাশনাল গেমস 2023 এর 37 তম সংস্করণ অক্টোবর 26 থেকে 9 নভেম্বর পর্যন্ত গোয়াতে অনুষ্ঠিত চলেছে 
➤ 10. নতুন দিল্লীতে 26 তম এনার্জি টেকনোলজি সম্মেলনের উদ্বোধন করলেন পেট্রোলিয়াম মন্ত্রী শ্রী হারদ্বীপ সিং পুরী

12/10/2023
■ 1. কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং ইন্টেলিজেন্ট গ্রিভান্স মনিটরিং সিস্টেম (IGMS) 2.0 পাবলিক গ্রিভান্স পোর্টাল লঞ্চ করলেন 
■ 2. ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরাতে 'অপারেশন অজয়' লঞ্চ করলো ভারত সরকার 
■ 3. এই নিয়ে টানা দুবছর 'বেস্ট ইনোভেশন ইং রিফাইনারি' আওয়ার্ড জিতলো MRPL
■ 4. 100 মিটার দৌড়ে 10.23 সেকেন্ড নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন Manikanta H Hoblidhar
■ 5. বিশ্বকাপ 2023 এ ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরি করলেন রোহিত শর্মা, এছাড়া তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয়মারার রেকর্ডও গড়লেন 
■ 6. কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সম্প্রতি "Krish, Trish, and Baltiboy – Bharat Hain Hum" নামক অ্যানিমেটেড সিরিজের ট্রেলারের উন্মোচন করলেন
■ 7. প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার World Sight Day (এবছর 12 ই অক্টোবর) পালিত হয়, থিম - Love Your Eyes at Work'
■ 8. ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য 'Mera Yuva Bharat’ নামক স্বশাসিত সংস্থা স্থাপনের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 
■ 9. গাঙ্গেয় ডলফিনকে রাজ্যের জলজ প্রাণী হিসেবে ঘোষণা করলো উত্তর প্রদেশ সরকার 
■ 10. 11 তম সুলতান অফ জহর কাপ মালয়েশিয়ার জহরে অনুষ্ঠিত হতে চলেছে