দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 10/10/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  10/10/2023

********************


■ 1. ইন্ডিয়ান ওসান রিম এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছে শ্রীলংকা 

■ 2. জুডিশিয়াল সার্ভিসে EWS দের জন্য 10% সংরক্ষনের ঘোষণা করলো বিহার সরকার 

■ 3. বৈদেশিক বাণিজ্য নীতি 2023 এর অধীনে 'স্ট্যাটাস হোল্ডার' সার্টিফিকেট এর উন্মোচন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল 

■ 4. দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে ভারত এবং তাঞ্জানিয়ার মধ্যে 15 টি চুক্তি স্বাক্ষর হতে চলেছে 

■ 5. প্রতিবছর 10 ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়, থিম - Mental health is a universal human right

■ 6. 2024 সালের 31 শে ডিসেম্বরের মধ্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 'বিমা বাহক' চালু করার কথা ঘোষণা করলো ইন্সুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI)

■ 7. দেশের প্রাচীনতম থিংক ট্যাংক USI প্রথমবার ইন্ডিয়ান মিলিটারি হেরিটেজ উৎসবের আয়োজন করতে চলেছে 

■ 8. মাত্র 2 ঘন্টা 35 সেকেন্ড সময় নিয়ে পুরুষ ম্যারাথন এর বিশ্ব রেকর্ড ভাঙলো কেনিয়ার Kelvin Kiptum

■ 9. উত্তর আমেরিকার প্রথম গান্ধী মিউজিয়াম হাউস্টনে চালু করা হলো 

■ 10. গোয়াতে ভারতীয় নৌবাহিনী বার্ষিক যৌথ HADR অনুশীলন 2023 হোস্ট করলো