দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 03/10/2023 & 04/10/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  03/10/2023 & 04/10/2023

********************


03/10/2023
❂ 1. আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023 এ আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসেবে অজয় জাদেজাকে নিযুক্ত করা হলো 
❂ 2. ওড়িশার সম্বলপুরে মাস্টার ট্রেনিং অফ ফুটবল ফর স্কুলস (F4S) শুরু হলো 
❂ 3. ভারতীয় পুরুষ ফুটবল দল SAFF অনুর্দ্ধ-19 চ্যাম্পিয়নশিপ জিতলো 
❂ 4. নাভাল ইনোভেশন এন্ড ইন্ডিজিনাইজেশন সেমিনারের দ্বিতীয় সংস্করণ (যেটি Swavlamban নামে পরিচিত) হোস্ট করতে চলেছে ভারতীয় নৌবাহিনী 
❂ 5. খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (KVIC) আইআইটি দিল্লীতে একটি নতুন খাদি ইন্ডিয়া আউটলেট এর উদ্বোধন করলো 
❂ 6. প্রতি বছর 4 - 10 ই অক্টোবর বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয়, এবছরের থিম - Space and Entrepreneurship
❂ 7. দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ গতিযুক্ত রেলওয়ে 'Whoosh' লঞ্চ করলো ইন্দোনেশিয়া 
❂ 8. Mohamed Muizzu সম্প্রতি মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন 
❂ 9. প্রতিবছর 3 রা অক্টোবর বিশ্ব প্রকৃতি দিবস পালিত হয় 
❂ 10. এশিয়ান গেমস 2023 এর শর্ট পুট ইভেন্টে সোনা জিতলেন Tajinderpal Singh Toor

04/10/2023
➤ 1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Nathdwara তে ট্যুরিস্ট ফ্যাসিলিটির উদ্বোধন করলেন 
➤ 2. প্রতিবছর 4 ই অক্টোবর World Animal Welfare Day পালিত হয়, এবছরের থিম - Great or Small, Love Them All
➤ 3. জম্মু-কাশ্মীরের প্রসিদ্ধ Pashmina Craft সম্প্রতি জিআই ট্যাগ পেলো 
➤ 4. এশিয়ান গেমস 2023 এ অন্নু রানী মহিলাদের জ্যাভেলিন নিক্ষেপে গোল্ড মেডেল জিতলেন
➤ 5. ভারতীয় সংবিধানের রূপকার বি আর আম্বেদকরের উচ্চতম মূর্তি যেটি 'Statue of Equality' নামে পরিচিত, উত্তর আমেরিকার মেরিল্যান্ডে উন্মোচন হতে চলেছে 
➤ 6. 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.3% এ স্থির রাখলো বিশ্ব ব্যাংক 
➤ 7. একদিবসীয় বিশ্বকাপ 2023 এর জন্য 'গ্লোবাল আম্বাসাডর' হিসেবে শচীন টেন্ডুলকারকে নিযুক্ত করলো আইসিসি 
➤ 8. মস্কো ফরম্যাটের পঞ্চম মিটিংয়ে ভারত অংশগ্রহণ করলো 
➤ 9. 'discovery and synthesis of quantum dots' এর জন্য Moungi G. Bawendi, Louis E. Brus এবং Alexei I. Ekimov কে রসায়নে নোবেল প্রাইজ 2023 এ সম্মানিত করা হলো 
➤ 10. নাভাল স্টাফের ডেপুটি চিফ পদের দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল তরুণ সোবতি