দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 28/09/2023 & 29/09/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  28/09/2023 & 29/09/2023

********************

28/09/2023
❏ 1. লন্ডনের রোপওয়ে কনস্ট্রাকশন ফার্ম পোমা গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর করলো উত্তরাখন্ড সরকার 
❏ 2. এশিয়ান গেমস 2023 এর 10 m এয়ার পিস্তল ইভেন্টে ভারতীয় পুরুষদল গোল্ড মেডেল জিতলো 
❏ 3. 2023 ওয়ার্ল্ড ট্যালেন্ট সূচীতে ভারত 56 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড
❏ 4. ভারত এবং ইউনাইটেড নেশন্স যৌথভাবে 'India-UN Capacity Building Initiative' নামক গুরুত্বপূর্ণ ক্যাপাসিটি-বিল্ডিং ইনিশিয়েটিভ লঞ্চ করলো 
❏ 5. ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন 98 বছর বয়সে প্রয়াত হলেন 
❏ 6. প্রতিবছর 28 শে সেপ্টেম্বর বিশ্ব র‍্যাবিস দিবস পালন করা হয়, এবছরের থিম - All for 1, One Health for All
❏ 7. ভারতে অ্যান্ড্রইড ব্যবহারকারীদের জন্য ভূমিকম্প অ্যালার্ট সিস্টেমের উন্মোচন করলো গুগল
❏ 8. ন্যাশনাল স্মার্ট সিটিজ কনক্লেভ 2023 এ ব্যাঙ্গালোর শ্রেষ্ঠ স্মার্ট সিটির তকমা পেলো
❏ 9. গ্লোবাল ইনোভেশন ইনডেক্স 2023 এ ভারত 40 তম স্থান অধিকার করলো, শীর্ষে সুইজারল্যান্ড
❏ 10. ফিনটেক সেক্টরকে গতি প্রদান করতে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, DLAI এর সাথে চুক্তি স্বাক্ষর করলো


29/09/2023
➥ 1. দেশীয় পদ্ধতিতে প্রথম তৈরি সাবমেরিন 'Haikun' এর উন্মোচন করলো তাইওয়ান 
➥ 2. হ্যারি পটার সিনেমার জন্য বিখ্যাত অভিনেতা Michael Gambon 82 বছর বয়সে প্রয়াত হলেন 
➥ 3. ভারতে ক্রোমবুক তৈরির জন্য গুগল এবং HP জোটবদ্ধ হলো
➥ 4. Kantar BrandZ টপ মোস্ট ভ্যালুয়েবল ইন্ডিয়ান ব্র্যান্ড রিপোর্ট 2023 এ TCS শীর্ষস্থান অধিকার করলো 
➥ 5. মুসৌরিতে দেশের প্রথম কারটোগ্রাফি মিউজিয়ামের উদ্বোধন করা হলো 
➥ 6. এশিয়ান গেমস 2023 এর 50 মিটার রাইফেল টিম ইভেন্টে ঐশ্বর্য্য প্রতাপ সিং তোমার, স্বপ্নীল সুরেশ কুসালে এবং অখিল শিওড়ান এর দল গোল্ড মেডেল জিতলো 
➥ 7. আগামী 30 শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'সংকল্প সপ্তাহ' লঞ্চ করতে চলেছেন 
➥ 8. প্রতিবছর 29 শে সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস পালিত হয়, এবছরের থিম - 'Use Heart, Know Heart'
➥ 9. ইনভেস্টর এডুকেশন লঞ্চ করতে CBSE এর সাথে জোটবদ্ধ হলো কোটাক মিউচুয়াল ফান্ড
➥ 10. Yaogan-33 04 নামক নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করলো চীন