দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 23/09/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  23/09/2023

********************


🎯 1. নতুন দিল্লীতে 'International Lawyers Conference' এ অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

🎯 2. ইজরায়েল সম্প্রতি cutting-edge প্রধান-যুদ্ধ ট্যাংক Merkava Mark 5 (যেটি "Barak' নামে পরিচিত) এর উন্মোচন করলো 

🎯 3. ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকুইজিশন অফিসিয়ালি দেশীয়ভাবে তৈরি ধ্রুবাস্ত্র মিসাইলের মান্যতা দিলো 

🎯 4. ইমার্জিং মার্কেট বেঞ্চমার্ক এ ভারতীয় গভর্নমেন্ট বন্ডকে যুক্ত করতে চলেছে JP Morgan

🎯 5. 2024 অর্থবর্ষের জন্য ভারতের রিয়েল জিডিপি গ্রোথ 6.5% নির্ধারণ করলো অর্থ মন্ত্রক 

🎯 6. MSME দের জন্য 'NEO For Business' নামক ব্যাংকিং প্লাটফর্ম লঞ্চ করলো অ্যাক্সিস ব্যাংক 

🎯 7. ভারত, ইজরায়েল, UAE এবং ইউএস এর I2U2 গ্রুপ যৌথ স্পেস ভেঞ্চারের ঘোষণা করলো 

🎯 8. অসমের বিশ্বনাথ ঘাট 2023 এর শ্রেষ্ঠ ট্যুরিজম গ্রাম হিসেবে বেছে নেওয়া হলো 

🎯 9. চীন এবং সিরিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তোলার কথা ঘোষণা করলো 

🎯 10. প্রতিবছর 23 শে সেপ্টেম্বর আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজ দিবস পালন করা হয়, এবছরের থিম - A World Where Deaf People Everywhere Can Sign Anywhere!