দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 22/09/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  22/09/2023

********************


★ 1. হংকং কে অতিক্রম বিশ্বের Freest Economy সম্পন্ন দেশ হলো সিঙ্গাপুর 

★ 2. প্রখ্যাত অভিনেতা অখিল মিশ্র 67 বছর বয়সে প্রয়াত হলেন 

★ 3. ন্যাশনাল মিশন অন কালচারাল ম্যাপিং তিন-দিন ব্যাপী 'Nadi Utsav' এর আয়োজন করলো

★ 4. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিষাণ ঋণ পোর্টাল এবং ঘর ঘর KYC ক্যাম্পেইন লঞ্চ করলেন 

★ 5. প্রতিবছর 22 শে সেপ্টেম্বর World Rhino দিবস লালন করা হয়, এছাড়া গত 21 শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হলো, থিম - 'Actions for Peace: Our Ambition for the #GlobalGoals'

★ 6. মালি, বুরকিনা ফাসো এবং নাইজারের মধ্যে মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট স্বাক্ষরিত হলো, এটি Alliance of Sahel States নামে পরিচিত 

★ 7. ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিক্যাল এডুকেশনের পক্ষ থেকে সম্মানীয় 10 বছরের রিকগনিশন স্ট্যাটাস পেলো ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) অফ ইন্ডিয়া 

★ 8. নিউইয়র্ক, ডেললা এবং ফ্লোরিডা 2024 সালে টি-20 ক্রিকেট বিশ্বকাপ হোস্ট করতে চলেছে 

★ 9. 'Mukhyamantrir Atmanirbharshil Asom Abhiyan' নামক নতুন একটি স্কীম লঞ্চ করতে চলেছে আসাম সরকার 

★ 10. প্রতি বছর 18 - 24 শে সেপ্টেম্বর আন্তর্জাতিক বধির সপ্তাহ পালিত হয়