দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 21/09/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  21/09/2023

********************


➲ 1. প্রতি বছর 21 শে সেপ্টেম্বর বিশ্ব অ্যালজাইমার দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Never too early, never too late'

➲ 2. 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি কমিয়ে 6.3% নির্ধারণ করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)

➲ 3. HDFC ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে শশীধর জগদিশান কে পুনরায় নিযুক্ত করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)

➲ 4. উধামপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন রাখা হলো 

➲ 5. গ্রীন ফাইন্যান্সিং এর জন্য ব্যাংক অফ মহারাষ্ট্রের সাথে IREDA চুক্তি স্বাক্ষর করলো 

➲ 6. রাজ্যের Homemakers -দের জন্য গৃহ আধার স্কীম লঞ্চ বলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত

➲ 7. 2023-26 সিজনের জন্য SBI Life কে অফিসিয়াল পার্টনার হিসেবে ঘোষণা করলো BCCI

➲ 8. এশিয়ান গেমসের সূচনা অনুষ্ঠানে পতাকা বহন করতে চলেছেন হারমানপ্রিত সিং এবং লভলিনা বোরগোহেইন

➲ 9. যুব ভোটারদের শিক্ষিত এবং অনুপ্রাণিত করতে ভারতের নির্বাচন কমিশন 'Chacha Chaudhary aur Chunavi Dangal' নামক কমিক বই লঞ্চ করলো 

➲ 10. চতুর্থ জি-20 ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কিং গ্রুপ মিটিং মধ্যপ্রদেশে শুরু হলো