দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 19/09/2023 & 20/09/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  19/09/2023 & 20/09/2023

********************

19/09/2023
❂ 1. পেঙ্গুইন র‍্যানডম হাউসের স্থায়ী CEO পদে নিহার মালভিয়াকে নিযুক্ত করা হলো
❂ 2. ভারতীয় নৌবাহিনী Naval Innovation and Indigenisation(NIIO) সেমিনার যেটি 'Swavlamban 2023' নামে পরিচিত, হোস্ট করতে চলেছে 
❂ 3. ট্রাডিশনাল কারিগরদের জন্য পিএম বিশ্বকর্মা স্কীম লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
❂ 4. হোয়সালা মন্দিরগুলি ইউনেস্কোর 42 তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেল 
❂ 5. 2024 অর্থবর্ষের জন্য S&P গ্লোবাল ভারতের জিডিপি আপগ্রেড করে 6.6% নির্ধারণ করলো
❂ 6. মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং সেক্রেটারি অপূর্ব চন্দ্র সম্প্রতি একটি ই-বুক প্রকাশ করলেন যার শিরোনাম 'People's G20'
❂ 7. ভারতীয় কোস্ট গার্ড সম্প্রতি কমপ্রিহেনসিভ ড্রিল 'Operation Sajag' হোস্ট করলো 
❂ 8. টেলিকম ইন্ডাস্ট্রি বডি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের (DIPA) এর চেয়ারম্যান পদে ধনঞ্জয় যোশীকে নিযুক্ত করা হলো 
❂ 9. দিল্লীর সফদরজং এয়ারপোর্টে 'Udaan Bhawan' এর উদ্বোধন করলেন সিভিল এভিয়েশন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্দ্রিয়া 
❂ 10. ধনলক্ষ্মী ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর Sridhar Kalyanasundaram বোর্ড থেকে পদত্যাগ করলেন

20/09/2023
✍ 1. কেন্দ্র কৃষকদের জন্য তিনটি ট্রান্সফর্মেটিভ ইনিশিয়েটিভ (কিষাণ ঋণ পোর্টাল, Door to Door KCC ক্যাম্পেইন এবং ওয়েদার ইনফরমেশন নেটওয়ার্ক ডেটা সিস্টেম ম্যানুয়াল) লঞ্চ করলো 
✍ 2. গ্রামীন যুবদের সশক্তিকরণের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক 'স্কিলস অন হুইলস' ইনশিয়েটিভ লঞ্চ করলো 
✍ 3. ওয়ার্ল্ড স্পাইস কংগ্রেসের 14 তম সংস্করণ নাভি মুম্বাই তে শুরু হলো
✍ 4. পার্লামেন্টে 33% মহিলা আসন সংরক্ষণ বিলের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 
✍ 5. আগামী বছর আফ্রিকান ইউনিয়ন নিজস্ব ক্রেডিট রেটিং এজেন্সি লঞ্চ করতে চলেছে 
✍ 6. 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 6.3% নির্ধারণ করলো OECD 
✍ 7. প্লাটিনাম হেলথ প্লানের জন্য 'Health Insurance ki Subah ho Gayi Mamu' লঞ্চ করলো ACKO
✍ 8. ক্রিকেটার দীপক চাহার 'DNINE Sports' নামক নতুন একটি ব্র্যান্ড লঞ্চ করলেন
✍ 9. ব্রাজিলের রিও-ডি-জেনিরো তে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ 2023 এ ভারতীয় শ্যুটার Elavenil Valarivan এয়ার রাইফেল ইভেন্টে গোল্ড জিতলেন 
✍ 10. ইন্দোনেশিয়ার দক্ষিন নাটুনা সাগরে ASEAN জয়েন্ট মিলিটারি ড্রিল শুরু হলো