দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 17/09/2023
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 17/09/2023
********************
☞ 1. প্রতি বছর 17 ই সেপ্টেম্বর World Patient Safety দিবস পালিত হয়, এবছরের থিম - Engaging patients for patient safety
☞ 2. রেলওয়ে মন্ত্রক সম্প্রতি 'Swachhata Pakhwada-2023' লঞ্চ করলো
☞ 3. তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্টালিন Kalaignar ওমেন্স রাইট ফান্ড স্কীম লঞ্চ করলেন
☞ 4. গ্রাসরুট অ্যাডপশন অফ ক্রিপ্টো তে 154 টি দেশের মধ্যে ভারত প্রথম স্থান অধিকার করলো
☞ 5. ওড়িশা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক 'মুখ্যমন্ত্রী সম্পূর্ণা পুষ্টি যোজনা' লঞ্চ করলেন
☞ 6. টাইম ম্যাগাজিনের ওয়ার্ল্ড'স বেস্ট কোম্পানিজ অফ 2023 তালিকায় Infosys স্থান পেলো
☞ 7. ওমকারেশ্বরে দার্শনিক আদি শঙ্করাচার্য এর 108 ফুট উঁচু মূর্তির উদ্বোধন করতে চলেছেন মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
☞ 8. 200 কোটি টাকায় বাস প্লান্ট স্থাপনের জন্য উত্তর প্রদেশ সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করলো অশোক লেল্যান্ড
☞ 9. মুম্বাইতে ওয়ার্ল্ড স্পাইস কংগ্রেসের 14 তম সংস্করণ অনুষ্ঠিত হলো, থিম - VISION 2030: S-P-I-C-E-S
☞ 10. চার বছরের জন্য ই-কোর্টস ফেজ - III এর মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ