দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 15/09/2023 & 16/09/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  15/09/2023 & 16/09/2023

********************

15/09/2023
■ 1. প্রাক্তন SBI প্রধান রাজনীশ কুমারকে মাস্টারকার্ড ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো
■ 2. বিশ্ব পরিচিত OIML সার্টিফিকেট প্রদানকারী 13 তম দেশ হিসেবে কৃতিত্ব অর্জন করলো ভারত 
■ 3.2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি নির্ধারণ 6.3% এ স্থির রাখলো Fitch
■ 4. ভারত এয়ারবাস C295 নামক প্রথম এয়ারক্রাফট পেলো 
■ 5. প্রতিবছর 15 ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়, এবছরের থিম - 'Empowering the next generation'
■ 6. জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ট্রেনিং ইনস্টিটিউট (GSIT) ইসরোর সাথে 5 বছরের জন্য চুক্তি স্বাক্ষর করলো 
■ 7. উজ্জ্বলা যোজনার তৃতীয় ফেজের উন্মোচন করলো ভারত সরকার 
■ 8. MSME দের ক্রস-বর্ডার পেমেন্টস এর জন্য Yes ব্যাংক এবং BriskPe জোটবদ্ধ হলো 
■ 9. নাজমা আখতার কে সম্প্রতি লাইফ-টাইম এচিভমেন্ট আওয়ার্ড অ্যাকাডেমিয়া সম্মানে সম্মানিত করা হল 
■ 10. কনস্ট্রাকশন ক্যাটাগরিতে RITES লিমিটেড কে সেফটি ইনোভেশন আওয়ার্ড 2023 এ সম্মানিত করা হলো

16/09/2023
🎯 1. করাচির ইরিকা রবিন প্রথম মিস ইউনিভার্স পাকিস্তান 2023 হলেন 
🎯 2. এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর ডিরেক্টর পদের দায়িত্ব নিলেন রাহুল নবীন 
🎯 3. এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্সের জন্য যুগান্তকারী ইউনিফায়েড পোর্টাল UPAg লঞ্চ করলো ভারত সরকার 
🎯 4. 2023-24 এর জন্য অডিট ব্যুরো অফ সার্কুলেশন এর চেয়ারম্যান পদে শ্রীনিবাসন কে স্বামী কে নির্বাচিত করা হলো
🎯 5. প্রতি বছর 16 ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালিত হয়, এবছরের থিম - Montreal Protocol: Fixing the Ozone Layer and Reducing Climate Change, এছাড়া গত 15 ই সেপ্টেম্বর জাতীয় ইঞ্জিনিয়ার দিবস পালিত হয়, এবছরের থিম - Engineering for a Sustainable Future
🎯 6. ভারতের অন্যতম বিখ্যাত এয়ারলাইন এয়ার ইন্ডিয়া নতুন একটি ইনিশিয়েটিভ 'প্রজেক্ট অভিনন্দন' চালু করলো
🎯 7. Exxon Mobil বলিউড অভিনেতা ঋত্বিক রোশনকে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো 
🎯 8. ভারতীয় সেনাবাহিনীর বিখ্যাত অপথ্যালমোলজিস্ট ব্রিগেডিয়ার সঞ্জয় কুমার মিশ্রকে "Dr AM Gokhale Award" এ সম্মানিত করা হল 
🎯 9. ঠান্ডা যুদ্ধের পর থেকে NATO এর বৃহত্তম মিলিটারি অনুশীলন 'Steadfast Defender' খুব শীঘ্রই শুরু হতে চলেছে 
🎯 10. পূর্ব লিবিয়াতে ধ্বংসাত্মক ড্যানিয়েল ঝড় আছড়ে পড়ার কারণে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হলো