দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 09/09/2023 & 10/09/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  09/09/2023 & 10/09/2023

********************

09/09/2023
❐ 1. ভারতের সভাপতিত্বে G20 এর স্থায়ী সদস্য হল আফ্রিকান ইউনিয়ন 
❐ 2. ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য পেনশন এবং OBC স্ট্যাটাস এর মান্যতা দিল ঝাড়খন্ড মন্ত্রী পরিষদ 
❐ 3. ভিজিটরদের জন্য G20 ইন্ডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করলো ভারত সরকার 
❐ 4. জি-20 সামিটের আগে ইউএস রাষ্ট্রপতি জো বিডেন এর সাথে দ্বিপাক্ষিক মিটিং সম্পন্ন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
❐ 5. আরব সাগরে ভারত ও ফ্রান্সের মধ্যে 21 তম দ্বিপাক্ষিক নৌ-অনুশীলন 'Varuna - 2023' সম্পন্ন হলো 
❐ 6. মহিলা ফ্যাশন ব্র্যান্ড W অনুষ্কা শর্মাকে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো
❐ 7. 37 তম ন্যাশনাল গেমসের জন্য গোয়া রাজ্যপাল পি এস শ্রীধরণ পিল্লাই 'মশাল' লঞ্চ করলেন 
❐ 8. দেশের প্রথম আন্ডার-গ্রাউন্ড পাওয়ার ট্রান্সফর্মার বেঙ্গালুরুতে বসানো হলো 
❐ 9. উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপর একটি বই প্রকাশিত হল যার শিরোনাম 'Ajay to Yogi Adityanath'
❐ 10. গত 8 ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হলো, এবছরের থিম - 'Prevention and Management of Osteoarthritis'

10/09/2023
➥ 1. 9 ই সেপ্টেম্বর নতুন দিল্লির ভারত মণ্ডপম ইন্টারন্যাশনাল এক্সিহিবিশন এন্ড কনভেনশন সেন্টারে জি-20 লিডার্স সামিট 2023 শুরু হলো, থিম - 'Vasudhaiva Kutumbakam'
➥ 2. ইউরোপিয়ান ইউনিয়নের হরাইজন সায়েন্স রিসার্চ প্রোগ্রামে ইউকে পুনরায় যোগদান করলো 
➥ 3. ওড়িশার Rayagada Shawls এবং Kala Jeera Rice জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্ট্যাটাস পেলো
➥ 4. স্পেশ্যাল প্রটেকশন গ্রুপের (SPG,) প্রাক্তন ডিরেক্টর অরুণ কুমার সিনহা 61 বছর বয়সে প্রয়াত হলেন 
➥ 5. মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া 2023 খেতাব জিতলেন চার্টার আকাউনট্যান্ট প্রবীনা আগারওয়াল 
➥ 6. ইউএস ওপেন মহিলা একক বিভাগে খেতাব 2023 জিতলেন Coco Gauff 
➥ 7. ডিজিটাল ফেয়ার পেমেন্টসের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নেশন ফার্স্ট ট্রানজিট কার্ড লঞ্চ করলো 
➥ 8. নিউদিল্লীর জি-20 সামিটে ভারত গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স লঞ্চ করলো 
➥ 9. এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023 এ ভারতীয় পুরুষ দল ব্রোঞ্জ মেডেল জিতলো 
➥ 10. কলম্বো উপকূলে ভারত এবং শ্রীলংকার নৌবাহিনী প্যাসেজ অনুশীলন (PASSEX) সম্পন্ন করলো