দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 07/09/2023 & 08/09/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  07/09/2023 & 08/09/2023

********************

07/09/2023
◉ 1. অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দি ক্যাবিনেট (ACC) নীরাজ মিত্তলকে ডিপার্টমেন্ট অফ টেলিকমিনিউকেশন্স এর সেক্রেটারি পদে নিযুক্ত করলো
◉ 2. হিন্দুস্তানী সঙ্গীতশিল্পী মালিনী রাজুরকার 82 বছর বয়সে প্রয়াত হলেন 
◉ 3. MSME দের শর্ট-টাইম ক্রেডিট প্রদান করতে SBI কার্ড 'SimplySAVE Merchant SBI Card’ লঞ্চ করলো
◉ 4. তেলেঙ্গানায় ভারতের প্রথম গরিলা গ্লাস ফ্যাক্টরি স্থাপিত হতে চলেছে 
◉ 5. জাপান সম্প্রতি 'moon sniper' লুনার ল্যান্ডার SLIM মহাকাশে লঞ্চ করলো 
◉ 6. মধ্যপ্রদেশের রাইসেন জেলার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সাঁচি ভারতের প্রথম সোলার সিটিতে পরিণত হল, এটি লঞ্চ করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান 
◉ 7. বর্ষীয়ান নাগরিকদের সাহায্য করতে প্রয়াগরাজ পুলিশ 'Savera' স্কীম লঞ্চ করলো 
◉ 8. এশিয়ার বৃহত্তম ডিস্ট্রিক্ট কুলিং প্রজেক্ট স্থাপনের জন্য Tabreed $200 মিলিয়ন অর্থ বিনিয়োগ করতে চলেছে 
◉ 9. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গ্লোবাল ফিনটেক ফেস্ট 2023 এর উদ্বোধন করলেন 
◉ 10. ভারতীয় এয়ার ফোর্স এবং ড্রোন ফেডারেশন অফ ইন্ডিয়া মিলিতভাবে ভারত ড্রোন শক্তি 2023 হোস্ট করতে চলেছে

08/09/2023
★ 1. বাঙালির নববর্ষ 1 লা বৈশাখকে রাজ্য দিবস ঘোষণা করার জন্য রেজোলিউশন পাশ করলো পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সঙ্গীত হল 'বাংলার মাটি বাংলার জল'
★ 2. চেন্নাইতে স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপ 'Street 20' চেন্নাইতে অনুষ্ঠিত হতে চলেছে 
★ 3. প্রতিবছর 8 ই সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Promoting literacy for a world in transition: Building the foundation for sustainable and peaceful societies’
★ 4. 2024 সালে কেরল প্রথমবার জাইদ চ্যারিটি ম্যারাথন হোস্ট করতে চলেছে 
★ 5. এসএস ইনোভেশন এর বোর্ডে যুক্ত ছিলেন ভারতের চন্দ্র মানব Mylswamy Annadurai 
★ 6. অনুশীলন BRIGHT STAR-23 এ অংশগ্রহণ এর জন্য INS সুমেধা ইজিপ্টে পৌছালো
★ 7. তামিলনাড়ুর সালেম জেলার Sabudana সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো
★ 8. কনভারসেশনাল পেমেন্টের জন্য NPCI 'Hello UPI' এবং 'Bharat BillPay Connect' লঞ্চ করলো 
★ 9. নতুন দিল্লীতে গতিশক্তি বিশ্ববিদ্যালয় এবং এয়ারবাস চুক্তি স্বাক্ষর করলো 
★ 10. জি-20 সম্মেলন স্থান নতুন দিল্লীতে বিশ্বের উচ্চতম 27 ফুট উচ্চতার নটরাজ মূর্তি বসানো হলো