দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 04/09/2023
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 04/09/2023
********************
■ 1. দেরাদুনে গ্লোবাল ইনভেস্টর সামিটের জন্য লোগো এবং ওয়েবসাইট লঞ্চ করলো উত্তরাখন্ড মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি
■ 2. ইস্ট বেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ 2023 ট্রফি জিতলো মোহনবাগান সুপার জায়েন্ট
■ 3. ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স 2023 খেতাব জিতলেন ম্যাক্স ভার্সটাপ্পন
■ 4. রাজঘাটের কাছে 12 ফুটের মহাত্মা গান্ধী মূর্তি এবং গান্ধী ভাটিকা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
■ 5. মাহিন্দ্রা ব্যাংকের MD এবং CEO পদ থেকে পদত্যাগ করলেন উদয় কোটাক, অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিলেন দীপক গুপ্ত
■ 6. আকাশবাণীর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ড. বসুধা গুপ্ত
■ 7. সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (CBDT) 'মেরা বিল মেরা অধিকার' GST রিওয়ার্ড স্কীম লঞ্চ করলো
■ 8. প্রাক্তন নেদারল্যান্ড গোলকিপার Jan Jongbloed সম্প্রতি প্রয়াত হলেন
■ 9. MSME এক্সপোর্টারদের ক্রস-বর্ডার লজিসটিক্সের জন্য আমাজন এবং ইন্ডিয়া পোস্ট চুক্তি স্বাক্ষর করলো
■ 10. প্রতিবছর 1 - 7 ই সেপ্টেম্বর National Nutrition সপ্তাহ 2023 পালিত হয়