দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 03/09/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  03/09/2023

********************


❏ 1. সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন Tharman Shanmugaratnam

❏ 2. এয়ার ইন্ডিয়া-ভিস্তারা এর মার্জের অনুমোদন দিলো কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)

❏ 3. প্রখ্যাত অভিনেতা আর মাধবন কে পুনের ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে মনোনীত করা হল 

❏ 4. One Nation, One Election নিয়ে পর্যালোচনা করতে কেন্দ্র সরকার উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করলো,যার চেয়ারম্যান হলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ 

❏ 5. খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার জাকার্তা সফরে যেতে চলেছেন, এই সফরে তিনি 20 তম ASEAN-ইন্ডিয়া সামিট এবং 18 তম ইস্ট-এশিয়া সামিটে অংশগ্রহণ করবেন

❏ 6. ইউএস স্টেট জর্জিয়া সম্প্রতি অক্টোবর মাস কে 'Hindu Heritage Month' ঘোষণা করল

❏ 7. ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র রিনিউইবেল এনার্জি টেকনোলজি অ্যাকশন প্লাটফর্ম লঞ্চ করলো 

❏ 8. ইনভয়েস-ভিত্তিক MSNE লোনের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) GST Sahay অ্যাপ লঞ্চ করলো

❏ 9. ডিপার্টমেন্ট অফ এক্স-সার্ভিসমেন ওয়েলফেয়ার, Genpact ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করলো 

❏ 10. ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ভারতের নিজস্ব blockchain-backed ওপেন সোর্স প্রজেক্ট 'Falcon' লঞ্চ করলো