দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 01/09/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  01/09/2023

********************

❂ 1. রাশিয়া সম্প্রতি ইসলামিক ব্যাংকিং পাইলট প্রোগ্রাম লঞ্চ করলো 

❂ 2. ভারতের ড. রবি কান্নান এবং বাংলাদেশের Korvi Rakshand রমন ম্যাগসেসে আওয়ার্ড 2023 জিতলেন 

❂ 3. রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপার্সন হিসেবে জয়া বর্মা সিনহা কে নিযুক্ত করলো কেন্দ্রীয় সরকার

❂ 4. কোয়েম্বাতুরে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী RK Shanmugam Chetty এর মূর্তির উন্মোচন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল 

❂ 5. গুজরাটের কাকরাপারাতে দেশীয় ভাবে তৈরি ভারতের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কাজ শুরু করলো

❂ 6. আনন্দ মাহিন্দ্রার স্বরাজ ট্রাক্টরের ব্র্যান্ড আম্বাসাডর হলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এম এস ধোনি

❂ 7. নর্থ-ইস্ট রিজিয়নের প্রথম রাজ্য হিসেবে নাগাল্যান্ড আধার যুক্ত জন্মের রেজিস্ট্রেশন চালু করলো

❂ 8. খুব শীঘ্রই মুম্বাইতে ভারতের নতুন নৌ-যুদ্ধ জাহাজ 'মহেন্দ্রগিরি' লঞ্চ হতে চলেছে 

❂ 9. প্রাক্তন প্রধানবিচারপতি এন ভি রামানা কে ইন্টারন্যাশনাল মেডিয়েশন প্যানেলের সদস্য হিসেবে নিযুক্ত করা হল 

❂ 10. জুরিখ ডায়ামন্ড লীগ 2023 এর জ্যাভেলিন ইভেন্টে নীরাজ চোপড়া সিলভার মেডেল জিতলেন