দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 30/08/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  30/08/2023

********************



◓ 1. চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের উপস্থিতি নিশ্চিত করলো ভারতের চন্দ্রায়ন-3 এর রোভার প্রজ্ঞান 

◓ 2. আসামের Chokuwa rice, যেটি 'Magic rice' নামে পরিচিত, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো

◓ 3. জেলেদের সুরক্ষা প্রদানের জন্য তৈরি ডিভাইস 'Nabhmitra' এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো ISRO

◓ 4. সিভিল এভিয়েশনে সহযোগিতা বাড়াতে ভারত এবং নিউজিল্যান্ড চুক্তি স্বাক্ষর করল 

◓ 5. ফাইন্যান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিলের (FIDC) নতুন চেয়ারম্যান পদে উমেশ রেভঙ্করকে নিযুক্ত করা হলো
 
◓ 6. জাহাজ নির্মাণে পারস্পরিক সহযোগিতার জন্য গোয়া শিপইয়ার্ড লিমিটেড এবং কেনিয়া শিপইয়ার্ড লিমিটেড চুক্তি স্বাক্ষর করল 

◓ 7. কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাদকারী বিশ্বের প্রথম ইথানল-চালিত Toyota Innova গাড়ি লঞ্চ করলেন 

◓ 8. প্রতিবছর 30 শে আগস্ট International Whale Shark দিবস পালন করা হয় 

◓ 9. বিখ্যাত Chef সঞ্জীব কাপুরকে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড

◓ 10. BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023 এ Kunlavut Vitidsarn এবং An Se-young পুরুষ একক বিভাগে এবং মহিলা একক বিভাগে গোল্ড মেডেল জিতলো যথাক্রমে