দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 26/08/2023 & 27/08/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 26/08/2023 & 27/08/2023

********************

26/08/2023
■ 1. এবার থেকে ভারত 23 শে আগস্ট জাতীয় মহাকাশ দিবস পালন করবে বলে ঠিক করল 
■ 2. প্রখ্যাত মারাঠি অভিনেত্রী সীমা দেও 81 বছর বয়সে প্রয়াত হলেন
■ 3. 1250 কোটি টাকা বাজেটের 18 টি 'Atal Residential’ স্কুলের মান্যতা দিল উত্তর প্রদেশ মন্ত্রী পরিষদ 
■ 4. প্রতিবছর 26 শে আগস্ট International Dog Day পালন করা হয় 
■ 5. মহিলা টেনিস চ্যাম্পিয়ন Iga Swiatek কে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে চুক্তি স্বাক্ষর করলো ইনফোসিস
■ 6. হায়দ্রাবাদে Yousta ফ্যাশন স্টোর লঞ্চ করলো রিলায়েন্স রিটেইল 
■ 7. ক্রিকেট অ্যাডমিনিষ্ট্রেটর অমৃত মাথুর এর আত্মজীবনী প্রকাশিত হল যার শিরোনাম 'Pitchside: My Life in Indian Cricket'
■ 8. জাপানের সাথে মিলে ইসরোর চাঁদ সম্পর্কিত পরবর্তী মিশনের নাম হল LUPEX
■ 9. ভারতী এয়ারটেলের উপর 1 কোটি টাকার ফাইন চাপালো কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)
■ 10. 1 লিটারের নিচের প্লাস্টিক জলের বোতলের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করলো আসাম সরকার

27/08/2023
🎯 1. অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (AICTE) স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2023 এর ষষ্ঠ সংস্করণ এর উন্মোচন করলো
🎯 2. ইন্ডিয়া স্মার্ট সিটিজ আওয়ার্ড 2022 এ ইন্দোর সেরা শহর এবং মধ্যপ্রদেশ সেরা রাজ্যের তকমা পেল 
🎯 3. প্রতিরক্ষা মন্ত্রকের সাহায্যে 19,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করল হিন্দুস্তান শিপইয়ার্ড
🎯 4. গ্রিসের গ্র্যান্ড ক্রস অফ দি অর্ডার অফ অনার সম্মানে সম্মানিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 
🎯 5. স্কুল শিক্ষার জন্য একটি ইনোভেটিভ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এর উন্মোচন করলো শিক্ষা মন্ত্রক 
🎯 6. ভারতের নৌবাহিনী প্রধান এবং ফিলিপিন্স কোস্ট গার্ড কমান্ড্যান্ট এর মধ্যে হোয়াইট শিপিং ইনফরমেশন আদানপ্রদানের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) স্বাক্ষরিত হল 
🎯 7. 69 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা - আল্লু অর্জুন, সেরা অভিনেত্রী - আলিয়া ভাট এবং কৃতিন শানন, ডিরেক্টর - নিখিল মহাজন এবং সেরা ফিচার ফিল্ম হল - রকেট্রি : দ্য নম্বি এফেক্ট 
🎯 8. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কলকাতায় 'My Bengal, Addiction-Free Bengal' ক্যাম্পেইন লঞ্চ করলেন 
🎯 9. চাঁদে ভারতের চন্দ্রায়ন - 3 এর ল্যান্ডিং স্থানটির নাম রাখা হল শিব শক্তি পয়েন্ট 
🎯 10. কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের উপর বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas'