দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 23/08/2023 & 24/08/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 23/08/2023 & 24/08/2023

********************


23/08/2023
✪ 1. খেলো ইন্ডিয়া ওমেন'স লীগ এবার থেকে অস্মিতা ওমেন'স লীগ নামে পরিচিত হবে
✪ 2. নির্বাচন কমিশনের 'ন্যাশনাল আইকন' হতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচীন তেন্ডুলকার
✪ 3. থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে Srettha Thavisin কে নির্বাচিত করা হল 
✪ 4. বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল (NGT) এর চেয়ারপার্সন পদে নিযুক্ত করা হল 
✪ 5. জিও ফিনান্সিয়াল সার্ভিসে 6.7% stake এর অধিকারী হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC)
✪ 6. Yes ব্যাংক সম্প্রতি অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপ 'IRIS' লঞ্চ করল 
✪ 7. লাদাখের লেহ তে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত বাস পরিষেবা দিতে শুরু করলো 
✪ 8. কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাদকারী Bharat New Car Assessment প্রোগ্রাম (Bharat NCAP) লঞ্চ করলেন  
✪ 9. Adobe সহ-প্রতিষ্ঠাতা Dr. John Warnock 82 বছর বয়সে প্রয়াত হলেন 
✪ 10. ওয়ার্ল্ড প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ 2023 এ Honey Dabas এবং Rahul Jograjiya যথাক্রমে গোল্ড এবং সিলভার মেডেল জিতলেন


24/08/2023
★ 1. গত 23 শে আগস্ট চন্দ্রায়ন - 3 মিশনের মাধ্যমে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করল ভারত 
★ 2. ভারতের গভর্নিং বডি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়াকে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) সাসপেন্ড করল
★ 3.লেখক-গায়ক বিপুল রিখী নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'The Life, Vision and Songs of Kabir'
★ 4. আর্জেন্টিনা, ইরান, UAE, সৌদি আরব, ইথিওপিয়া এবং ইজিপ্ট মোট 6 টি দেশ BRICS সংগঠনের সাথে যুক্ত হল 
★ 5. ভারত সরকার খুব শীঘ্রই 'Mera Bill Mera Adhikar' ইনভয়েস ইনসেন্টিভ স্কিম লঞ্চ করতে চলেছে 
★ 6. প্রখ্যাত স্টাটিস্টিক্যাল বিজ্ঞানী সি রাধাকৃষ্ণ রাও 103 বছর বয়সে প্রয়াত হলেন 
★ 7. ISRO প্রধান এস সোমনাথের ঘোষণা অনুযায়ী এবছরের সেপ্টেম্বরেও Aditya-L1 মিশন লঞ্চ হতে চলেছে
★ 8.বায়ু থেকে বায়ু প্রকৃতির মিসাইল Astra Beyond Visual Range এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো LCA Tejas
★ 9. পুরুষ ক্রিকেট বিশ্বকাপ 2023 এর জন্য মাস্টারকার্ডের সাথে চুক্তি স্বাক্ষর করল আইসিসি
★ 10. তিরুবনন্তপুরমে কেরলের প্রথম আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক স্কুল চালু হল