দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 14/08/2023& 15/08/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 14/08/2023& 15/08/2023

********************


14/08/2023
⬕ 1. গুজরাটের গান্ধীনগরে প্রথম WHO ট্রাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট অনুষ্ঠিত হতে চলেছে 
⬕ 2. দেশজুড়ে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধী কেন্দ্র গড়ে উঠতে চলেছে 
⬕ 3. ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট এবং দীনদয়াল অন্ত্যদয় যোজনা - ন্যাশনাল রুরাল লাভলিহুড মিশন জোটবদ্ধ হয়ে 'ODOP Wall' লঞ্চ করল 
⬕ 4. ইন্ডিয়া মাইক্রোসাইটের ট্রাভেলর ম্যাপ লঞ্চ করতে চলেছে MakeMyTrip এবং মিনিস্ট্রি অফ ট্যুরিজম 
⬕ 5. UPI ব্যবহার এবং নিরাপত্তা সচেতনতার জন্য NPCI 'UPI Chalega 3.0' ক্যাম্পেইন লঞ্চ করল 
⬕ 6. গত 13 ই আগস্ট বিশ্ব অঙ্গ দান দিবস (এবছরের থিম - Step up to volunteer; need more organ donors to fill the lacunae) এবং আন্তর্জাতিক বাঁহাতি দিবস (এবছরের থিম - Left-Handers in Sports) পালিত হল 
⬕ 7. ভারতীয় এয়ারফোর্স সম্প্রতি Heron Mark 2 ড্রোনকে অন্তর্ভুক্ত করলো
⬕ 8. PMAY-G কনভারজেন্স এর অধীনে Kupwara 'বেস্ট পারফর্মার ডিস্ট্রিক্ট আওয়ার্ড' জিতলো
⬕ 9. মধ্যপ্রদেশে Sant Ravidas মন্দিরের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
⬕ 10. আমেরিকান গল্ফ খেলোয়াড় Lilia Vu ওমেন'স ব্রিটিশ ওপেন 2023 খেতাব জিতলেন

15/08/2023
★ 1. প্রতিবছরের মত এবারেও 15 ই আগস্ট ভারত (77 তম) স্বাধীনতা দিবস পালন করল, এবছরের থিম - 'Nation First, Always First'
★ 2. মিনিস্ট্রি অফ হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দেশ জুড়ে নেশনওয়াইড মাস ড্রাগ অ্যাডমিনিষ্ট্রেশন (MDA) ক্যাম্পেইন এর দ্বিতীয় ফেজের সূচনা করল
★ 3. সুপ্রিমকোর্টের প্রবেশের ই-পাসের জন্য ভারতের প্রধান বিচাপপতি ডি ওয়াই চন্দ্রচূড় 'SuSwagatam' পোর্টাল লঞ্চ করলেন 
★ 4. দশম সদস্য হিসেবে ইন্টারপোল গ্লোবাল অ্যাকাডেমি নেটওয়ার্কে যোগ দিল CBI অ্যাকাডেমি
★ 5. মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (MeitY) ইন্ডিয়ান ওয়েব ব্রাউজার ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ লঞ্চ করলো 
★ 6. GIFT শহরে 26 টি ব্যাংকের জন্য সেক্টরাল কমিটি গঠন করল ইন্ডিয়ান ব্যাংক'স এসোসিয়েশন (IBA)
★ 7. গ্রাহকদের লাইফ ইন্সুরেন্স প্রদান করতে Kotak Life, ESAF ব্যাংকের সাথে জোটবদ্ধ হল
★ 8. কর্ণাটক ব্যাংকের প্রাক্তন এমডি এবং সিইও পি জয়রাম ভাট সম্প্রতি প্রয়াত হলেন 
★ 9. মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্ত্রাপ্রিনিউরশিপ নর্থ ইস্ট রিজিয়নের জন্য স্পেশ্যাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ করল 
★ 10. ভারতীয় ইকোলজিস্ট রমন সুকুমার কে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (IPCC) এর ওয়ার্কিং গ্রুপ II এর ভাইস-চেয়ার পদে নির্বাচিত করা হল