দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 10/08/2023
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 10/08/2023
********************
☯ 1. Internet Resilience এর জন্য সাউথ এশিয়া রিজিয়নে ভারত ষষ্ঠ স্থান অধিকার করল
☯ 2. ইউএস মিসাইল এর জন্য টেস্টিং গ্রাউন্ড হতে চলেছে অস্ট্রেলিয়া
☯ 3. GSAT-24 কমিশন করার জন্য নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড এবং Tata Play জোটবদ্ধ হল
☯ 4. সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস (CBIC) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সঞ্জয় কুমার আগারওয়াল
☯ 5. নেপালের লুম্বিনীতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার ফর বুদ্ধিস্ট কালচার এন্ড হেরিটেজ নির্মাণের কাজ শুরু হল
☯ 6. প্রতিবছর 10 ই আগস্ট বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড বায়োফুয়েল দিবস পালন করা হয়
☯ 7. রাশিয়া তাদের প্রথম লুনার ল্যান্ডিং স্পেসক্রাফট Luna-25 লঞ্চ করলো
☯ 8. কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন সম্প্রতি এশিয়ার বেস্ট ব্র্যান্ড এমপ্লয়ার আওয়ার্ড 2023 জিতলো
☯ 9. ভারতের দুটি নৌ-জাহাজ INS Visakhapartnam এবং INS Trikand দ্বিপাক্ষিক অনুশীলনে অংশগ্রহণের জন্য দুবাইতে পৌঁছাল
☯ 10. প্রখ্যাত লেখক Hari Narke 70 বছর বয়সে প্রয়াত হলেন