দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 09/08/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 09/08/2023

********************


❑ 1. ভারত, ইউএস, জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে মালবার নৌ-অনুশীলন অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে চলেছে 

❑ 2. মাইক্রোসফটের বদলে দেশীয় ভাবে তৈরি Maya অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চলেছে ডিফেন্স মিনিস্ট্রি 

❑ 3. প্রখ্যাত মালয়ালাম ডিরেক্টর, স্ক্রিনলেখক Siddique Ismail 63 বছর বয়সে প্রয়াত হলেন 

❑ 4. ওড়িশা হাইকোর্টের প্রধানবিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি শুভাশিস তালপাত্র

❑ 5. বিশ্ব U-17 চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিবিদরা 11 টি মেডেল (গোল্ড - 1, সিলভার - 7, ব্রোঞ্জ - 3) জিতলো

❑ 6. মণিপুরের অবস্থার পর্যালোচনা ও বিশ্লেষণ করতে মহিলাদের একটি প্যানেল তৈরি করতে চলেছে সুপ্রিমকোর্ট, যার প্রধান দায়িত্বে থাকবেন বিচারপতি গীতা মিত্তল 

❑ 7. নতুন প্রধানমন্ত্রী হিসেবে Hun Sen এর পুত্র Hun Manet কে নিযুক্ত করল কম্বোডিয়ার রাজা

❑ 8. প্রতিবছর 9 ই আগস্ট International Day of the World's Indigenous People পালিত হয়, এবছরের থিম - 'Indigenous Youth as Agents of Change for Self-determination'

❑ 9. Amit Jhingran কে ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো SBI Life

❑ 10. বীর শহীদদের সম্মান জানাতে দেশজুড়ে 'Meri Mati Mera Desh' ক্যাম্পেইন লঞ্চ করা হল