আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set -280

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set -280


***********************************


❏ 141. কোন সালের মহাসংগ্রাম কে স্বাধীনতার প্রথম সংগ্রাম বলা হয় ? 
Ans : 1857 সালের মহাবিদ্রোহ

❏ 142. প্রথম কোন ভারতীয় মহিলা উইম্বলডন ডাবলসের শিরোপা জেতেন ? 
Ans : সানিয়া মির্জা 

❏ 143. একটি মৌলের পারমানবিক সংখ্যা হলো 13, এই মৌলটির পরমাণুতে কতগুলি কক্ষ বিদ্যমান ? 
Ans : 3 টি 

❏ 144. ভারতে পণ্য ও পরিষেবা কর (GST) কবে চালু হয় ? 
Ans : 1 জুলাই, 2017 

❏ 145. কি পরিমাপ করতে ভোল্টামিটার ব্যবহার করা হয় ? 
Ans : বিভব-প্রভেদ 

❏ 146. বি সাই প্রণীত কোন খেলার সাথে যুক্ত ? 
Ans : ব্যাডমিন্টন 

❏ 147. কোন রশ্মিটি সূর্য থেকে নির্গত হয় এবং ত্বকে ক্যানসার ঘটানার জন্য দায়ী ? 
Ans : অতিবেগুনি রশ্মি 

❏ 148. মানুষের শ্বসনতন্ত্রের বিদ্যমান রঞ্জক হলো ? 
Ans : হিমোগ্লোবিন

❏ 149. আমাদের হাতের তালুতে কোন ধাতুটি গলে যায় ? 
Ans : গ্যালিয়াম 

❏ 150. কোন প্রাচীনগ্রন্থটি পঞ্চম বেদ নামেও পরিচিত ? 
Ans : মহাভারত
🎯 151. মাইকোপ্লাজমা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ? 
Ans : মোনেরা 

🎯 152. ______ এর দেওয়ালে সংকোচনের কারনে গর্ভবেদন ঘটে ? 
Ans : জরায়ু 

🎯 153. জেরোপথ্যালমিয়া রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন ? 
Ans : ভিটামিন - A

🎯 154. মানুষের রক্তে উপস্থিত সর্ববৃহৎ কণিকা হলো ? 
Ans : মনোসাইট

🎯 155. বেঞ্জিন হলো ____ শৃঙ্খলের একটি চক্র ? 
Ans : কার্বন 

🎯 156. যদি তাপমাত্রা বেড়ে যায়, তবে শব্দের গতিবেগ ? 
Ans : বেড়ে যায় 

🎯 157. ইন্দিরা গান্ধী - এ লাইফ ইন নেচার বইটি কে লিখেছেন ? 
Ans : জয়রাম রমেশ 

🎯 158. ভারতের কোন ব্যক্তিত্ব মিসাইল ম্যান নামে পরিচিত ? 
Ans : ড: এ পি জে আব্দুল কালাম 

🎯 159. একটি গোলীয় দর্পনের প্রতিফলক পৃষ্ঠটির কেন্দ্রবিন্দুটিকে কি বলা হয় ? 
Ans : মেরু 

🎯 160. F1 জনুতে যে বৈশিষ্ট্যটি বিদ্যমান এবং পরিষ্কার ভাবে দেখা যায় সেটি হল - 
Ans : প্রকটতা