আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set -279

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set -279


***********************************


✍ 121. গাছের পাতা স্পর্শ করার সঙ্গে সঙ্গে পাতাগুলি মুদে যাওয়া কি ধরনের চলন ? 
Ans: সিসমেন্যাস্টি

✍ 122. কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়। এটি হল ? 
Ans: ফোটোন্যাস্টি 

✍ 123. সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকা গুলি পতঙ্গদের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হল ? 
Ans: কেমোন্যাস্টি

✍ 124. জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রের নাম ? 
Ans: কেসকোগ্রাফ

✍ 125. কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কারের সাহায্যে কে প্রমান করেন উদ্ভিদ উত্তেজনায় সাড়া দেয় ? 
Ans: জগদীশচন্দ্র বসু

✍ 126. বনচাঁড়ালের পার্শ্বপত্রকে যে চলন দেখা  যায় তা হল ? 
Ans: প্রকরণ

✍ 127. এককোশী শৈবাল ক্ল্যামাইডোমোনাসের আলোর অভিমুখে বা প্রখর আলোর বিপরীতে চলনকে বলে ? 
Ans: ফোটোট্যাক্সিজম

✍ 128. ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া ? 
Ans: কেমোন্যাস্টিক চলন

✍ 129. বনচাঁড়াল উদ্ভিদের পাতার পত্রফলক সঞ্চালনের কারণ হল ? 
Ans: রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন

✍ 130. কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হল ? 
Ans: রাসায়নিক বস্তু
◆ 131. কত সালে ব্রিটিশ সরকার দ্বারা বিধবা বিবাহ আইন প্রবর্তন করানো হয় ? 
Ans : 1856 সালে 

◆ 132. কলেরা কি বাহিত রোগ ? 
Ans : জলবাহিত রোগ 

◆ 133. কাঁচা ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ? 
Ans : ইথিলিন 

◆ 134. মন্ট্রিল প্রটোকলের সঙ্গে কোন বিষয় জড়িত ? 
Ans : ওজোন স্তর ক্ষয় 

◆ 135. 'Midnight Children' বইটির লেখক হলেন ? 
Ans : সালমান রুশদি 

◆ 136. চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে ? 
Ans : সুন্দরলাল বহুগুনা

◆ 137. মানবদেহে BMR বাড়ায় কোন হরমোন ? 
Ans : থাইরক্সিন 

◆ 138. আলোর ক্ষুদ্রতম কণিকার নাম কি ? 
Ans : ফোটন কণা

◆ 139. নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ? 
Ans : স্থায়ী 5 এবং অস্থায়ী 10 

◆ 140. ওজন স্তরের সর্বাধিক ক্ষয় দেখা যায় - 
Ans : আন্টার্কটিকা অঞ্চলে