দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 27/06/2023, 28/06/2023 & 29/06/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 27/06/2023, 28/06/2023 & 29/06/2023 

***************

27/06/2023
✪ 1. ইউএসএ ইস্ট কোস্টের ডিরেক্টর পদে Nutan Roongta কে নিযুক্ত করলো ইন্ডিয়ান ইকোনমিক ট্রেড অর্গানাইজেশন 
✪ 2. অষ্টম গ্লোবাল ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি সামিট 2023 মুম্বাই তে সম্পন্ন হলো 
✪ 3. গ্রীসের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন Kyriakos Mitsotakis
✪ 4. মাস্টারকার্ড সিইও Michael Miebach সম্প্রতি USISPF বোর্ড অফ ডিরেক্টরস এ যোগদান করলেন 
✪ 5. প্রখ্যাত লেখক Roopa Pai নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'The Yoga Sutra for Children'
✪ 6. 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6% এ স্থির রাখলো S&P গ্লোবাল রেটিংস
✪ 7. Special Assistance to States for Capital Investment 2023-24' স্কীমের অধীনে কেন্দ্র সরকার 16 টি রাজ্যের জন্য 56,415 কোটি টাকা অনুমোদন দিলো 
✪ 8. টাইমস এশিয়া সূচী 2023 অনুযায়ী, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC) ভারতীয় বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে শীর্ষস্থান অধিকার করলো 
✪ 9. প্রতিবছর 27 শে জুন World MSME Day পালিত হয়,  ভারতে এটির থিম - “Future-ready MSMEs for India@100
✪ 10  রজত বর্মা কে ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করলো DBS ব্যাংক

28/06/2023
■ 1. MCC ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে যোগদান করলেন ঝুলন গোস্বামী, হেথার নাইট এবং ইয়ন মর্গ্যান
■ 2. কেন্দ্রীয় মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল নতুন CSR গাইডলাইন 'Sagar Samajik Sahayog'
■ 3. লিথিয়াম-আয়ন ব্যাটারি সহ-অবিষ্কর্তা John Bannister Goodenough সম্প্রতি প্রয়াত হলেন 
■ 4. উত্তর প্রদেশ সরকার গো-হত্যার জন্য 'Operation Conviction' লঞ্চ করলো 
■ 5. QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সূচী 2024 অনুযায়ী, MIT একটানা 12 বছরের জন্য শীর্ষস্থান অধিকার করলো 
■ 6. ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস (IGNCA) এক্সট্রাঅর্ডিনারি এক্সহিবিশন 'Banking on World Heritage' হোস্ট করতে চলেছে 
■ 7. ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন হরিয়ানার Jind জেলা থেকে যাত্রা শুরু করতে চলেছে
■ 8. হিন্দুস্তান ইউনিভারের এমডি এবং সিইও পদে রোহিত জাওয়া কে নিযুক্ত করা হলো 
■ 9. MSME কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নারায়ণ রানে 'CHAMPIONS 2.0 Portal' লঞ্চ করলেন 
■ 10. ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) 'অনুসন্ধান চিন্তন শিবির' এর আয়োজন করলো

29/06/2023
🎯 1. সেমিকনন্ডাক্টার প্লান্ট স্থাপনের জন্য Micron এবং গুজরাট সরকার চুক্তি স্বাক্ষর করলো 
🎯 2. SoftBank India এর প্রাক্তন প্রধান মনোজ কোহলি কে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করলো Deloitte
🎯 3. ছত্তিশগড়ের ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে TS Singh Deo কে নিযুক্ত করা হলো 
🎯 4. 2023 Great Immigrants তালিকায় স্থান পেলেন ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা 
🎯 5. 5 টি ইন্ডিয়ান স্টার্টআপের জন্য $250 মিক্সড রিয়েলিটি ফান্ড লঞ্চ করলো মেটা
🎯 6. চীনের Haoliang Xu কে UNDP ডেপুটি হেড হিসেবে নিযুক্ত করলো ইউএন প্রধান António Guterres
🎯 7. বিদেশি শ্রমিকদের জন্য ‘digital nomad strategy’ লঞ্চ করলো কানাডা
🎯 8. সাস্টেনেবল এগ্রিকালচার কে প্রমোট করতে PM-PRANAM এবং ইউরিয়া গোল্ড স্কীমের মান্যতা দিলো কেন্দ্রীয় সরকার
🎯 9. প্রতিবছর 29 শে জুন জাতীয় স্ট্যাটিস্টিকস দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Alignment of State Indicator Framework with National Indicator Framework for Monitoring Sustainable Development Goals'
🎯 10. এনার্জি ট্রানজিশন ইনডেক্স এ ভারত 67 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে সুইডেন