দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 25/06/2023 & 26/06/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 25/06/2023 & 26/06/2023 

***************

25/06/2023
■ 1. ওয়াশিংটন ডিসি তে সম্প্রতি ইন্ডিয়া-ইউনাইটেড স্টেটস ডিফেন্স অ্যাকসিলারেশন ইকোসিস্টেম লঞ্চ করা হলো 
■ 2. অ্যাপেল সংস্থা ভারতে তাদের ক্রেডিট কার্ড লঞ্চ করতে চলেছে 
■ 3. নাগাল্যান্ডের ইউনিটি মলের জন্য 145 কোটি টাকা বরাদ্দ করলো নাগাল্যান্ড 
■ 4. প্রখ্যাত কবি Acharya N. Gopi কে অধ্যাপক Kothapalli Jayashankar আওয়ার্ড এর জন্য বেছে নেওয়া হলো
■ 5. ভারতীয় লেখক Priya A. S সম্প্রতি সাহিত্য একাডেমী বাল সাহিত্য পুরস্কার 2023 জিতলেন 
■ 6. ব্যাংকিং প্রোডাক্ট প্রস্তাব দিতে মনিপাল টেকনোলজিস এবং ইন্ডিয়ান ব্যাংক জোটবদ্ধ হলো 
■ 7. ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী সম্প্রতি মিউচুয়াল রেকগনিশন অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষর করলো 
■ 8. ভারতের ডিজিটাইজেশন ফান্ডে $ 10 বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে গুগল
■ 9. ক্লাইমেট চেঞ্জ এবং হেলথের জন্য Dr Vanessa Kerry কে প্রথমবার WHO ডিরেক্টর-জেনারেল স্পেশ্যাল এনভয় পদে নিযুক্ত করা হলো 
■ 10. হেল্থ ইন্স্যুরেন্সের জন্য Care Health Insurance সংস্থার সাথে জোটবদ্ধ হলো এয়ারটেল পেমেন্টস ব্যাংক

26/06/2023
✍1. 1983 বিশ্বকাপ হিরোদের নিয়ে 'Jeetenge Hum' ক্যাম্পেইন লঞ্চ করলেন গৌতম আদানি 
✍ 2. ব্রহ্মপুত্র নদীর নিচে অসমের প্রথম জলের নিচের সুড়ঙ্গ তৈরি হতে চলেছে 
✍ 3. তেলেঙ্গানার হায়দ্রাবাদের কাছে 1000 বছর প্রাচীন জৈন ভাস্কর্য আবিষ্কার করলো প্রত্নতাত্ত্বিকরা
✍ 4. ইউকে-এর সম্মানীয় ডক্টরেট পেলেন গায়ক-গীতিকার শংকর মহাদেবন
✍ 5. ভারতে কারিগরী শিক্ষা বৃদ্ধির জন্য $ 255.5 মিলিয়ন অর্থের লোনের অনুমোদন দিলো বিশ্ব ব্যাংক 
✍ 6. গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্ট 2023 অনুযায়ী, ব্যাঙ্গালুরু স্টার্টআপ ইকোসিস্টেম 20 তম স্থান অধিকার করলো 
✍ 7. গ্লোবাল কম্পিটিটিভনেস ইনডেক্স 2023 এ ভারত 40 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে ডেনমার্ক
✍ 8. ইজিপ্টের সর্বোচ্চ সম্মান 'Order of the Nile’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
✍ 9. প্রতিবছর 26 শে জুন বিশ্ব ড্রাগ দিবস পালন করা হয়, এবছরের থিম - 'People first: Stop stigma and discrimination, strengthen prevention'
✍ 10. ভারতের মহিলা জুটি Sutirtha Mukherjee এবং Ayhika Mukherjee 2023 ওয়ার্ল্ড টেবিল টেনিস কনটেন্ডার ট্যুরনামেন্ট জিতলো