দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 23/06/2023 & 24/06/2023
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 23/06/2023 & 24/06/2023
***************
23/06/2023
▣ 1. 1200 মেগাওয়াটের নিউক্লিয়ার প্লান্ট স্থাপনের জন্য $ 4.8 বিলিয়ন অর্থের চুক্তি করলো পাকিস্তান এবং চীন
▣ 2. লুনার এক্সপ্লোরেশনে সহযোগিতার জন্য ভারত, নাসার Artemis Accords এ যোগদান করলো
▣ 3. Eddie Wu কে নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত করলো Alibaba সংস্থা
▣ 4. ইসলামিক আইডেন্টিটি বাঁচানোর জন্য হোলি কে নিষিদ্ধ করলো পাকিস্তান
▣ 5. ভারতীয় এয়ার ফোর্সের জন্য ফাইটার জেট ইঞ্জিন তৈরির জন্য জেনারেল ইলেকট্রিক (GE) এবং হিন্দুস্তান এরোস্পেস লিমিটেড (HAL) চুক্তি স্বাক্ষর করলো
▣ 6. BRICS CCI ওমেন ভার্টিক্যাল এর প্রেসিডেন্ট হিসেবে SheAtWork প্রতিষ্ঠাতা রুবি সিনহা কে নিযুক্ত করা হলো
▣ 7. 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বাড়িয়ে 6.3% নির্ধারণ করলো Fitch
▣ 8. সাউদার্ন নাভাল কম্যান্ডে ইন্টিগ্রেটেড সিমুলেটর কমপ্লেক্স 'Dhruv' এর উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
▣ 9. Lloyds ব্যাঙ্কিং গ্রুপ হায়দ্রাবাদে টেক সেন্টার গড়ে তুললো
▣ 10. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট এ ভারত 127 তম স্থান অধিকার করলো
24/06/2023
❖ 1. শ্রীনগরে 'বলিদান স্তম্ভ' এর শিলান্যাস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
❖ 2. পর্তুগালের হয়ে 200 টি আন্তর্জাতিক ম্যাচ খেলে গিনিজ বিশ্ব রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
❖ 3. সাংবাদিক এ কে ভট্টাচার্য নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'India’s Finance Ministers'
❖ 4. Team Marksmen এর পক্ষ থেকে 'Most Preferred Workplace of 2023-24' আওয়ার্ড পেলো NTPC
❖ 5. স্টার্টআপ ইকোসিস্টেম কে বাড়িয়ে তুলতে অরুণাচল প্রদেশের সাথে জোটবদ্ধ হলো Paytm
❖ 6. ব্যাংকিং নীতি লঙ্ঘনের জন্য অ্যাক্সিস ব্যাংক, J&K ব্যাংক এবং মহারাষ্ট্র ব্যাংকের উপর ফাইন চাপলো ভারতীয় রিজার্ভ ব্যাংক
❖ 7. Global Liveability ইনডেক্স 2023 রিপোর্ট অনুযায়ী, ভিয়েনা 'Most Livable City' হিসেবে নিজের স্থান ধরে রাখলো
❖ 8. ভারতীয় নৌবাহিনীর এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালসন সিস্টেম তৈরির জন্য DRDO এবং L&T জোটবদ্ধ হলো
❖ 9. তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও হায়দ্রাবাদে মেধা রেল কোচ ফ্যাক্টরির উদ্বোধন করলেন
❖ 10. গত 23 শে জুন বিশ্ব অলিম্পিক দিবস পালিত হলো, এবছরের থিম - 'Let's Move'