দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 22/06/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 22/06/2023

***************


❐ 1. মহিলা উদ্যোগক্তাদের সশক্তিকরণের জন্য UNDP এবং দীনদয়াল অন্তদয় যোজনা - ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন (DAY-NULM) জোটবদ্ধ হলো 

❐ 2. REBR রিপোর্ট অনুযায়ী, টাটা পাওয়ার কোম্পানি ভারতের সবথেকে আকর্ষণীয় নিয়োগকারী ব্রান্ডের তকমা পেলো

❐ 3. আন্তর্জাতিক যোগা দিবসে ভারতীয় নৌবাহিনী 'Ocean Circle of Yoga' তৈরি করলো

❐ 4. WHO ডিরেক্টর-জেনারেল Tedros Ghebreyesus কে অলিম্পিক অর্ডার সম্মান প্রদান করলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)

❐ 5. ফিনল্যান্ডের পার্লামেন্ট Petteri Orpo কে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করলো

❐ 6. যোগার মাধ্যমে দেশকে প্রমোট করা প্রথম বিদেশি দেশ হিসেবে ওমান ইতিহাস গড়লো 

❐  7. বিশ্বের বৃহত্তম রামায়ন মন্দির 2025 সালের মধ্যে বিহারে গড়ে উঠতে চলেছে 

❐ 8. হাসমুখ আধিয়া কে GIFT সিটি লিমিটেডের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো 

❐ 9. মিল্ক প্রসেসিং ইউনিট স্থাপনের জন্য হিমাচল প্রদেশ এবং ন্যাশনাল ডেয়ারী ডেভেলপমেন্ট বোর্ড জোটবদ্ধ হলো 

❐ 10. প্রখ্যাত লেখক অরুন্ধতী রায় তাঁর লেখা 'Azadi' এর জন্য 45 তম ইউরোপিয়ান Essay প্রাইজ জিতলেন