দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 14/06/2023, 15/06/2023 & 16/06/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 14/06/2023, 15/06/2023 & 16/06/2023

***************

14/06/2023
✍ 1. ফোর্বস প্রকাশিত 2000 তালিকায় রিলায়েন্স 45 তম স্থান অধিকার করলো
✍ 2. Community Spirit ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবথেকে Unfriendly City হিসেবে ভারতের মুম্বাই এবং দিল্লী স্থান পেলো
✍ 3. পুলিতজার প্রাইজ বিজয়ী ঔপন্যাসিক Cormac McCarthy 89 বছর বয়সে প্রয়াত হলেন 
✍ 4. ভারতীয় নৌবাহিনীর চতুর্থ যুদ্ধ জাহাজ 'Sanshodhak' সম্প্রতি লঞ্চ করা হলো 
✍ 5. শিশু অধিকার অ্যাডভোকেট ললিতা নটরঞ্জন 2023 Iqbal Masih আওয়ার্ড জিতলেন 
✍ 6. Epson India এর ব্র্যান্ড আম্বাসাডর পদে রেশমিকা মন্দনা কে নিযুক্ত করা হলো 
✍ 7. জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ট্রেনিং ইনস্টিটিউট (GSITI) হায়দ্রাবাদ 'Athi Uttam' Accreditation পেলো
✍ 8. প্রতিবছর 14 ই জুন বিশ্ব রক্ত দাতা দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Give blood, give plasma, share life, share often'
✍ 9. রামচন্দ্র গুহ এর লেখা বই 'Rebels Against the Raj: Western Fighters for India's freedom' এলিজাবেথ লংফোর্ড প্রাইজ 2023 জিতলো
✍ 10. নতুন পাওয়ার সেক্রেটারি পদে পঙ্কজ আগরওয়াল কে নিযুক্ত করা হলো

15/06/2023
◓ 1. প্রতিবছর 15 ই জুন Global Wind Day পালন করা হয়
◓ 2. ভারতের প্রথম স্পেন্ডিং একাউন্ট আনার জন্য ফিনো পেমেন্টস ব্যাংক এবং Hubble জোটবদ্ধ হলো
◓ 3. বর্ষীয়ানদের চাকরির সুযোগ দিতে মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং কোটাক মাহিন্দ্রা লাইফ ইন্সুরেন্স জোটবদ্ধ হলো
◓ 4. লন্ডনের সেন্ট্রাল ব্যাংকিং আওয়ার্ড এ RBI প্রধান শক্তিকান্ত দাস কে 'গভর্নর অফ দি ইয়ার' ঘোষণা করা হলো 
◓ 5. কেরলের কোচি তে আইআইএএস বার্ষিক কনফারেন্স 2025 হোস্ট করতে চলেছে ভারত 
◓ 6. গ্যাবনের প্রথম Agri-SEZ প্রজেক্ট এর সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 
◓ 7. ডিকার্বনাইজেশন প্রজেক্টের জন্য জার্মানির SMS গ্রুপ এবং টাটা স্টিল জোটবদ্ধ হলো 
◓ 8. হরিয়ানা থেকে পদ্ম পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা এবার থেকে মাসিক 10,000 টাকা করে পেনশন পাবে
◓ 9. হরিয়ানা তে এভিয়েশন ফুয়েল প্লান্ট স্থাপনের জন্য LanzaJet এবং ইন্ডিয়ান অয়েল কর্প (IOC) জোটবদ্ধ হলো 
◓ 10. ওড়িশা সম্প্রতি 'রাজা' কৃষি উৎসব উদযাপন করলো

16/06/2023
★ 1. Ashwinder Singh নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'Master Residential Real Estate'
★ 2. আইআইটি মাদ্রাসের গবেষকরা ডেটা সায়েন্স, মোবাইল পলিউশন মনিটরিং এর জন্য IoT ভিত্তিক পদ্ধতি তৈরি করলো 
★ 3. পাকিস্তানের মহিলা ক্রিকেটার নাহিদা খান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন 
★ 4. ইউএস এর 'Predator Drone' চুক্তির মান্যতা দিলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রক 
★ 5. পাকিস্তানে প্রথম মহিলা এনভয় হিসেবে Jane Marriott কে নিযুক্ত করলো ইউকে
★ 6. Reliance Tira বলিউড অভিনেত্রী সুহানা খান, কিয়ারা আদভানি এবং করিনা কাপুর খান কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো 
★ 7. গোপীচাঁদ হিন্দুজা সম্প্রতি Hinduja Group এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন 
★ 8. ইউএস -এ তে প্রথম হিন্দু-আমেরিকান সামিটের আয়োজন করা হলো 
★ 9. ভারতে নতুন হাই-কমিশনার হিসেবে Philip Green কে নিযুক্ত করলো অস্ট্রেলিয়া
★ 10. ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের (IGL) এর ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব নিলেন Kamal Kishore Chatiwal

17/06/2023