দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 12/06/2023 & 13/06/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 12/06/2023 & 13/06/2023

***************

12/06/2023
★ 1. IATA এর বোর্ড অফ গভর্নরে Chair-elect হিসেবে IndiGo CEO Pieter Elbers কে নিযুক্ত করা হলো
★ 2. সম্প্রতি হাওয়াই দ্বীপপুঞ্জে Kilauea আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটালো 
★ 3. অমিত আগরওয়াল এবং সুবোধ কুমার সিং কে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার CEO পদে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হলো 
★ 4. অ্যাডভ্যান্সিং এরোস্পেস অ্যামবিশন্স এর জন্য বিশ্বের সবথেকে শক্তিশালী হাইপারসনিক উইন্ড টানেলের উন্মোচন করলো চীন
★ 5. ফাইনালে ভারত কে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023 জিতলো অস্ট্রেলিয়া
★ 6. ফাইনালে Casper Ruud কে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন 2023 জিতলো নোভাক জোকোভিচ 
★ 7. আর্জেন্টিনা কে হারিয়ে FIH প্রো লীগ 2023 জিতলো ভারত 
★ 8. বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) ডিরেক্টর জেনারেল পদে নীতিন আগরওয়াল কে নিযুক্ত করা হলো
★ 9. হিমাচল প্রদেশে হর্টিকালচার কে গতি প্রদান করতে ভারত এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) $130 মিলিয়ন লোন এগ্রিমেন্ট স্বাক্ষর করলো
★ 10. প্রতি বছর 12 ই জুন 'World Day Against Child Labour' পালিত হয়, এবছরের থিম - 'Week of Action against Child Labour'

13/06/2023
■ 1. MyGovIndia ডেটা অনুযায়ী ভারত ডিজিটাল পেমেন্ট সূচীতে গ্লোবালি শীর্ষস্থান অধিকার করলো
■ 2. ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি এসোসিয়েশন (ISSA) এর সংযুক্ত সদস্য হতে চলেছে এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)
■ 3. ভারতীয় সিনেমা 'When Climate Change Turns Violent’ WHO আওয়ার্ড জিতলো
■ 4. প্রাক্তন ইতালিয়ান প্রধানমন্ত্রী Silvio Berlusconi 86 বছর বয়সে প্রয়াত হলেন 
■ 5. ইতালিকে হারিয়ে প্রথমবার U20 বিশ্বকাপ জিতলো উরুগুয়ে
■ 6. 'Hamari Bhasha, Hamari Virasat' নামক এক্সিহিবিশনের আয়োজন করলো ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া 
■ 7. স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (SIDBI) নীতি আয়োগের সাথে EVOLVE মিশন লঞ্চ করলো 
■ 8. উত্তরাখণ্ডে ভারত-মালদ্বীপ যৌথ মিলিটারি অনুশীলন 'Ekuverin' শুরু হলো 
■ 9. আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর মে 2023 হলেন Harry Tector (পুরুষ দল) এবং Thipatcha Putthawong (মহিলা দল)
■ 10. প্রতিবছর 13 ই জুন International Albinism Awareness দিবস পালিত হয়, এবছরের থিম - 'Inclusion is Strength'