দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 09/06/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 09/06/2023

***************



◆ 1. কেরলের প্রথম অশোক চক্র বিজেতা হাবিলদার Alby D'Cruz সম্প্রতি প্রয়াত হলেন 

◆ 2. 40 জন দুঃস্থ বালিকাদের জন্য গার্ল এমপাওয়ারমেন্ট মিশন (GEM)-2023 লঞ্চ করলো NTPC Kanti

◆ 3. সম্প্রতি ফেডারেল ব্যাংক চেন্নাই তে 'I am Adyar, Adyar is Me' নামক ক্যাম্পেইন লঞ্চ করলো

◆ 4. ভারত সম্প্রতি নিউ-জেনারেশন ব্যালিস্টিক মিসাইল 'Agni Prime' এর সফল পরীক্ষণ করলো

◆ 5. লেখক শান্তনু গুপ্ত তাঁর নতুন গ্রাফিক উপন্যাস প্রকাশ করলেন যার শিরোনাম 'Ajay to Yogi Adityanath'

◆ 6. মহিলাদের জন্য বিনামূল্যে বাস ট্রাভেল 'শক্তি' স্কীম এর ঘোষণা করলো কর্ণাটক

◆ 7. উত্তর প্রদেশ সরকার সম্প্রতি নন্দ বাবা মিল্ক মিশন স্কীম লঞ্চ করলো 

◆ 8. CSE রিপোর্ট অনুযায়ী পরিবেশগত সমস্ত পারফরম্যান্স মিলিয়ে তেলেঙ্গানা প্রথম স্থান অধিকার করলো

◆ 9. কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া (CONCOR) এর পরবর্তী চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হতে চলেছেন সঞ্জয় স্বরূপ

◆ 10. প্রতি বছর 9 ই জুন World Accreditation Day পালিত হয়, এবছরের থিম - 'Accreditation: Supporting the Future of Global Trade'