দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 05/06/2023 & 07/06/2023 & 08/06/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 05/06/2023 & 07/06/2023 & 08/06/2023

***************

07/06/23

🎯 1. প্রখ্যাত থিয়েটার অভিনেতা এবং ডিরেক্টর আমির রাজা হুসেন সম্প্রতি প্রয়াত হলেন 
🎯 2. বিখ্যাত লেখক Abhay K র নতুন একটি বই প্রকাশিত হতে চলেছে যার শিরোনাম 'Nalanda'
🎯 3. এশিয়ার প্রথম, হেলিকপ্টারের জন্য পারফরম্যান্স ভিত্তিক নেভিভেশন ডেমন্স্ট্রেশন এর আয়োজন করলো ভারত
🎯 4. কেন্দ্রীয় মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রুজ ভ্যাসেল 'MV Empress' এর শুভসূচনা করলেন 
🎯 5. 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ কমিয়ে 6.3% নির্ধারণ করলো বিশ্ব ব্যাংক 
🎯 6. গুজরাটে $ 1.6 বিলিয়ন অর্থের EV ব্যাটারি প্লান্ট চুক্তি করলো টাটা গ্রুপ
🎯 7. প্রতি বছর 7 ই জুন ওয়ার্ল্ড ফুড সেফটি দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Food standards save lives'
🎯 8. মধ্যপ্রদেশ সরকার সম্প্রতি 'CM Learn and Earn' স্কীম লঞ্চ করলো
🎯 9. ফিনান্সিয়াল সার্ভিসেস এর জন্য Wipro এবং মাইক্রোসফট ইনোভেশন এক্সপেরিয়েন্স লঞ্চ করলো
🎯 10. মিনিস্ট্রি অফ পাওয়ার এবং মিনিস্ট্রি অফ রিনিউইবেল এনার্জি ন্যাশনাল মিশন 'MAHIR (Mission on Advanced and High-Impact Research)' লঞ্চ করলো


08/06/23

✪ 1. এশিয়ান U20 এথলোটিক্স চ্যাম্পিয়নশিপে সুনীল কুমার পুরুষদের decathlon এ গোল্ড জিতলেন 
✪ 2. সম্প্রতি পুরস্কার প্রাপ্ত DD -র সঞ্চালক গীতাঞ্জলি আইয়ার সম্প্রতি প্রয়াত হলেন
✪ 3. ক্রুড স্টিলে ভারত দ্বিতীয় বৃহত্তম উৎপাদক দেশ হিসেবে জায়গা করে নিলো
✪ 4. NATO এর বৃহত্তম বায়ু অনুশীলন 'Air Defender 2023' হোস্ট করতে চলেছে জার্মানি
✪ 5. মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম তামিল মহিলা হলেন Muthamizh Selvi
✪ 6. এয়ার অফিসার-ইন-চার্জ এডমিনিষ্ট্রেশন হিসেবে দায়িত্ব নিলেন এয়ার মার্শাল রাজেশ কুমার আনন্দ
✪ 7. জনার্দন প্রসাদ কে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন ডিরেক্টর-জেনারেল পদে নিয়োগ করা হলো
✪ 8. হাই-টেক ট্রেড এবং টেক পার্টনারশিপ কে গতি প্রদান করতে ভারত এবং ইউএস মনিটরিং গ্রুপ স্থাপন করতে চলেছে
✪ 9. প্রতিবছর 8 ই জুন World Oceans Day পালিত হয়, এবছরের থিম - 'Planet Ocean: The Tides are Changing'
✪ 10. HarperCollins India বি কে শিবানির নতুন একটি বই প্রকাশ করতে চলেছে যার শিরোনাম 'The Power of One Thought: Master Your Mind, Master Your Life'