দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 05/06/2023 & 06/06/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 05/06/2023 & 06/06/2023

***************

★ 1. প্রখ্যাত অভিনেত্রী Sulochana Latkar 94 বছর বয়সে প্রয়াত হলেন
★ 2. রেডবুল চালক ম্যাক্স ভার্সটাপ্পন সম্প্রতি স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2023 জিতলেন 
★ 3. NIRF 2023 অনুযায়ী, একটানা পাঁচ বছর আইআইটি মাদ্রাস শীর্ষস্থান অধিকার করলো
★ 4. মিশন বাৎসল্য এর উপর রিফ্রেশর ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কো-অপারেশন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট (NIPCCD)
★ 5. ইউএন জেনারেল এসেম্বলির 78 তম সেশনের সভাপতি হিসেবে Dennis Francis কে নির্বাচিত করা হলো 
★ 6. প্রতিবছর 5 ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, থিম - 'Solutions to plastic pollution'
★ 7. ভারতীয় দৌড়বিদ অম্লান বর্গহেইন Flanders কাপ 2023 এ দুটো স্বর্ণ পদক জিতলেন 
★ 8. BEST (Brihanmumbai Electric Supply and Transport) সম্প্রতি UITP আওয়ার্ড 2023 এ, 'ক্লাইমেট এন্ড হেল্থ' আওয়ার্ড জিতলো 
★ 9. ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2023 এ মিক্সড ইভেন্টে গোল্ড মেডেল জিতলেন ভারতীয় শ্যুটার Abhinav Shaw এবং Gautami Bhanot 
★ 10. দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত 2023 এশিয়ান U-20 এথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত তিনটি মেডেল জিতলো


⬕ 1. দি হিন্দু গ্রুপের নতুন চেয়ারপার্সন পদে Nirmala Lakshman কে নিযুক্ত করা হলো 
⬕ 2.  Zlatan Ibrahimovic আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করলেন 
⬕ 3. ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্দনা কে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে স্বাক্ষর করলো Wrangler ব্র্যান্ড
⬕ 4. খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এর তৃতীয় সংস্করণ বারাণসী তে সম্পন্ন হলো 
⬕ 5. উত্তরাখণ্ডে প্রথম Dettol Climate Resilient স্কুল লঞ্চ করলো Reckitt
⬕ 6. রিজার্ভ ব্যাংক গভর্নর শক্তিকান্ত দাস নতুন ফিনান্সিয়াল ইনক্লুশন ড্যাশবোর্ড এর উন্মোচন করলেন যার নাম 'Antardrishti'
⬕ 7. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলাভূমি এবং ম্যানগ্রোভ সংরক্ষণের জন্য Amrit Dharohar এবং MISHTI নামক দুটি স্কীম লঞ্চ করলেন 
⬕ 8. KK Gopalakrishnan নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Kathakali Dance Theatre: A Visual Narrative of Sacred Indian Mime'
⬕ 9. মালয়ালম অভিনেতা কোল্লাম সুধী 39 বছর বয়সে প্রয়ার হলেন 
⬕ 10. সুরিনামের সর্বোচ্চ নাগরিক সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কে সম্মানিত করা হলো