দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 03/06/2023 & 04/06/2023

  

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 03/06/2023 & 04/06/2023

***************

☞ 1. উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ন্যাশনাল ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন ড: মনসুখ মান্ডভিয়া
☞ 2. ভারতের ডিলাক্স ট্রেন, ডেকান কুইন 93 বছরের পরিষেবা সম্পূর্ণ করলো 
☞ 3. ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন এর প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল হিসেবে আর্জেন্টিনার Celeste Saulo কে নিযুক্ত করা হলো 
☞ 4. GOBARdhan স্কীমের অধীনে কেন্দ্রীয় সরকার বায়োগ্যাস প্রজেক্টের জন্য ইউনিফায়েড রেজিস্ট্রেশন পোর্টাল লঞ্চ করলো
☞ 5. Unclaimed Deposits সামলাতে '100 Days 100 Pays' ক্যাম্পেইন লঞ্চ করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক 
☞ 6. ভারত এবং ভিয়েতনাম তৃতীয় মেরিটাইম সিকিউরিটি ডায়ালগ নতুন দিল্লীতে অনুষ্ঠিত হলো 
☞ 7. ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এর জন্য ভারতের সেরা পছন্দ হলো দুবাই
☞ 8. প্রথম মহিলা NCC ক্যাডেট হিসেবে মাউন্টেনিয়ারিং কোর্স সম্পন্ন করলো শালিনী সিং 
☞ 9. প্রতিবছর 3 রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Riding Together for a Sustainable Future'
☞ 10. স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন অমরেন্দু প্রকাশ


■ 1. জেন্ডার-ইনক্লুসিভ ট্যুরিজম পলিসি 'Aai' মহারাষ্ট্র মন্ত্রী পরিষদের মান্যতা পেলো
■ 2. ঘানার লেখক এবং নারীবাদী Ama Ata Aidoo 81 বছর বয়সে প্রয়াত হলেন
■ 3. ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের সভাপতি হলেন UAE এর Abdulla Al Mandous
■ 4. 2030 সালের মধ্যে ভারত, UAE এর বৃহত্তম এক্সপোর্ট ডেস্টিনেশন হতে চলেছে
■ 5. আন্তর্জাতিক ট্যাক্সেশনের উপর ইন্ডিয়া G20 - সাউথ সেন্টার ইভেন্ট নাগপুরে সফলভাবে সম্পন্ন হলো 
■ 6. গ্রেট ব্রিটেন কে হারিয়ে লন্ডনে অনুষ্ঠিত FIH প্রো লীগ জিতলো ভারত
■ 7. তৃতীয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস বারাণসীতে সম্পন্ন হলো 
■ 8. 2025 সালে বিশ্বের বৃহত্তম কনজার্ভেশন হোস্ট করতে চলেছে UAE
■ 9. পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ জোটবদ্ধ হওয়ার জন্য আইআইটি-খড়গপুর এবং HCLTech চুক্তি স্বাক্ষর করলো 
■ 10. Phukot Karnali জলবিদ্যুৎ প্রকল্পের জন্য NHPC লিমিটেড এবং নেপালের VUCL চুক্তি স্বাক্ষর করলো