দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 02/06/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 02/06/2023

***************


◓ 1. পাকিস্তান কে হারিয়ে হকি জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারত 

◓ 2. 6000 জন স্টুডেন্ট এবং 200 জন এডুকেটর কে সাইবার সিকিউরিটি স্কিলে প্রশিক্ষণ দিতে মাইক্রোসফট ভারত সরকারের সাথে চুক্তিবদ্ধ হলো 

◓ 3. লাতভিয়া সংসদ বিদেশ মন্ত্রী Edgars Rinkevics কে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করলো 

◓ 4. নতুন দিল্লীতে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের রিজিওনাল অফিস স্থাপনের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 

◓ 5. ঢাকাতে ভারতীয় সংস্কৃতি কেন্দ্রে নিউ লিবারেশন ওয়ার গ্যালারি এর উদ্বোধন করা হলো 

◓ 6. বিশ্বের প্রথম দেশ হিসেবে OTT প্লাটফর্মে Anti-Tobacco সতর্কতা দেখানো বাধ্যতামূলক করলো ভারত

◓ 7. রিনিউইবেল এনার্জি পাওয়ার পার্ক স্থাপনের জন্য NGEL এবং UPRVUNL জোটবদ্ধ হলো 

◓ 8. ভয়েস-ব্যাংকিং সলিউশন লঞ্চ করার জন্য রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাব, আইআইটি মাদ্রাসের সাথে জোটবদ্ধ হলো 

◓ 9. Naval Armament এর ডিরেক্টর-জেনারেল পদের দায়িত্ব নিলেন পি উপাধ্যায়

◓ 10. ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি - 1 এর সফল পরীক্ষণ করলো ভারত