দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 01/06/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 01/06/2023

***************


◆ 1. প্রখ্যাত সংস্কৃত পন্ডিত Ved Kumari Ghai 91 বছর বয়সে প্রয়াত হলেন

◆ 2. মহারাষ্ট্র সরকার সম্প্রতি Namo Shetkari Mahasanman যোজনা লঞ্চ করলো 

◆ 3. UCO ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে অশ্বিনী কুমার কে নিযুক্ত করলো কেন্দ্রীয় সরকার

◆ 4. অনলাইন মার্চেন্ট-এর জন্য 'Turbo UPI' নামক ওয়ান-স্টপ পেমেন্ট লঞ্চ করলো Razorpay 

◆ 5. সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (SECI) এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিলেন অজয় যাদব

◆ 6. 1 লাখ কোটি টাকা বিনিয়োগ করে বিশ্বের বৃহত্তম ফুড স্টোরেজ স্কীমের মান্যতা দিলো ভারত

◆ 7. ইন্ডিয়া-ইউরোপিয়ান ইউনিয়ন কানেক্টিভিটি কনফারেন্স মেঘালয় তে আয়োজিত হতে চলেছে 

◆ 8. BRICS বিদেশ মন্ত্রক মিটিং কেপটাউনে শুরু হলো 

◆ 9. প্রতি বছর 1 লা জুন বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Showcasing how dairy is reducing its environmental footprint, while also providing nutritious foods and livelihoods'

◆ 10. 3 জন মহাকাশচারী সহ Shenzhou - 16 স্পেসক্রাফট সফলভাবে লঞ্চ করলো চীন