আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 250

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 250



***********************************



❐ 286. হর গোবিন্দ খোরানা কত সালে নোবেল পুরস্কার জেতেন ? 
Ans : 1968 সালে 

❐ 287. 'Waiting for a Visa' - বইটি কার আত্মজীবনী ? 
Ans : বি আর আম্বেদকর 

❐ 288. দিল্লি ও চেন্নাই কে যুক্ত করেছে কততম জাতীয় সড়ক ? 
Ans : NH - 48 

❐ 289. ভারতীয় সুপার কম্পিউটারের জনক কাকে বলা হয় ? 
Ans : বিজয় ভাটকার

❐ 290. ইন্ডিয়ান সেন্টার ফর ওসান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS) কোথায় অবস্থিত ? 
Ans : হায়দ্রাবাদ
✪ 291. 'India's International Bank' ট্যাগলাইন টি কোন ব্যাঙ্কের ? 
Ans : ব্যাংক অফ বরোদা

✪ 292. 'Relationship Beyond Banking' ট্যাগলাইন টি কোন ব্যাঙ্কের ? 
Ans : ব্যাংক অফ ইন্ডিয়া 

✪ 293. 'Ek Parivar Ek Bank' ট্যাগলাইন টি কোন ব্যাঙ্কের ? 
Ans : ব্যাংক অফ মহারাষ্ট্র

✪ 294. 'Together We Can' ট্যাগলাইন টি কোন ব্যাঙ্কের ? 
Ans : কানারা ব্যাংক 

✪ 295. 'Build A Better Life Around Us' ট্যাগলাইন টি কোন ব্যাঙ্কের ? 
Ans : সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 

✪ 296. 'Prosperity For All' ট্যাগলাইন টি কোন ব্যাঙ্কের ? 
Ans : করপোরেশন ব্যাংক 

✪ 297. 'Banking That's Twice As Good' ট্যাগলাইন টি কোন ব্যাঙ্কের ? 
Ans : ইন্ডিয়ান ব্যাংক 

✪ 298. 'Where Service Is A Way of Life' ট্যাগলাইন টি কোন ব্যাঙ্কের ? 
Ans : পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক 

✪ 299. 'The Name You Can Bank Upon' ট্যাগলাইন টি কোন ব্যাঙ্কের ? 
Ans : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 

✪ 300. 'The Nation Banks On Us' ট্যাগলাইন টি কোন ব্যাঙ্কের ? 
Ans : স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া