আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 246

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 246



***********************************



◒ 226. কপার সালফেটের সাথে জিঙ্ক মেশালে কি উৎপন্ন হয় ? 
Ans : জিঙ্ক সালফেট উৎপন্ন হয় 

◒ 227. হাইড্রোক্লোরিক এসিডের সাথে জিঙ্কের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় ? 
Ans : হাইড্রোজেন

◒ 228. ভূপৃষ্ঠে দ্বিতীয় সর্বাধিক প্রাপ্ত মৌলটি হলো ? 
Ans : সিলিকন 

◒ 229. কোন যৌগ Neela Thotha বা Tutia নামে পরিচিত ? 
Ans : কপার সালফেট (CuSO4)

◒ 230. 35℃ এর উপরে যে ধাতু গুলি তরল অবস্থায় থাকে সেটি হলো - ? 
Ans : পারদ এবং গ্যালিয়াম
■ 231. কোরান্ডাম আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ? 
Ans : এলুমিনিয়াম 

■ 232. সিডেরাইট আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ? 
Ans : লোহা 

■ 233. ম্যালাচাইট আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ? 
Ans : তামা 

■ 234. রক সল্ট আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ? 
Ans : সোডিয়াম 

■ 235. কার্নালাইট আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ? 
Ans : পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম

■ 236. গ্যালেনা আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ? 
Ans : লেড 

■ 237. ক্যাসিটেরাইট আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ? 
Ans : টিন 

■ 238. ক্যালভেরাইট আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ? 
Ans : সোনা 

■ 239. সিন্নাবার আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ? 
Ans : পারদ 

■ 240. ফ্লুরিওপেপটাইট আকরিক থেকে কোন ধাতু পাওয়া যায় ? 
Ans : ফসফরাস