আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 244

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 244



***********************************



✜ 196. নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : উত্তরপ্রদেশ

✜ 197. হোকেরা জলাভূমি পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : জম্মু-কাশ্মীর 

✜ 198. রসিকবিল পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : পশ্চিমবঙ্গ 

✜ 199. গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : মহারাষ্ট্র 

✜ 200. খিজাদিয়া পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : গুজরাট
❏ 201.  কোন হরমোন শরীরের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ? 
Ans : ইনসুলিন 

❏ 202. তত্ত্ববোধিনি সভা কে প্রতিষ্ঠা করেছিলেন ? 
Ans : দেবেন্দ্রনাথ ঠাকুর 

❏ 203. ধুঁয়াধর জলপ্রপাত টি কোন নদীর উপর অবস্থিত ? 
Ans : নর্মদা 

❏ 204. কততম সংবিধান সংশোধনী কে ভারতের সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় ? 
Ans : 42 তম 

❏ 205. হরিয়ানার ফতেহবাদ জেলা কি কারণে বিখ্যাত ? 
Ans : নিউক্লিয়ার প্লান্ট অবস্থিত 

❏ 206. কম্পিউটারে ব্যবহৃত শব্দ DBMS এর পূর্ণ রূপ কি ? 
Ans : ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম 

❏ 207. কান্ডলা বন্দরের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে ? 
Ans : দীনদয়াল বন্দর 

❏ 208. 2014 সালে লঞ্চ হওয়া গঙ্গা পরিস্কার প্রোগ্রামের নাম কি ? 
Ans : Namami Gange

❏ 209. ভি ভি গিরি ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন ? 
Ans : চতুর্থ 

❏ 210. তুঙ্গভদ্রা নদীটি কোন নদীর উপনদী ? 
Ans : কৃষ্ণা