দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 30/03/2023 & 31/03/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 30/03/2023 & 31/03/2023

***************

30/03/2023

✒ 1. স্যার অ্যালেক্স ফার্গুসন এবং আর্সেন ওয়েঙ্গার কে প্রিমিয়ার লীগ হল অফ ফ্রেমে অন্তর্ভুক্ত করা হলো

✒ 2. পাসপোর্ট ইনডেক্স পয়েন্ট 2023 এ ভারত 144 তম স্থান অধিকার করলো

✒ 3. বিলুপ্তপ্রায় পাখি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড এর জন্য সংরক্ষণ পরিকল্পনা আনতে চলেছে ভারত সরকার

✒ 4. ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট মিউজিয়ামের 69 বছর উপলক্ষে 'Spring Fiesta' 2023 এর আয়োজন করতে চলেছে 

✒ 5. ইউনিভার্সিটি অফ টেক্সাস নবীন জিন্দাল কে 'লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড' এ সম্মানিত করলো

✒ 6. SpiceJet প্রধান অজয় সিং ASSOCHAM (Associated Chambers of Commerce and Industry of India) এর প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিলেন 

✒ 7. প্রতি বছর 30 শে মার্চ International Day of Zero Waste পালিত হয়

✒ 8. হায়দ্রাবাদে সেন্ট্রাল বোর্ড অফ দি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর 601 তম মিটিং এর সভাপতিত্ব করলেন গভর্ণর শক্তিকান্ত দাস

✒ 9. সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন ডায়ালগ পার্টনার হলো সৌদি আরব

✒ 10. অন্ধ্রপ্রদেশের কাকিনারা তে রিজিওনাল সার্চ এন্ড রেসকিউ অনুশীলনের আয়োজন করলো ইন্ডিয়ান কোস্ট গার্ড (ICG)


31/03/2023

☛ 1. UAE রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহ্যান দেশের উপ-রাষ্ট্রপতি হিসেবে শেখ মনসুর বিন জায়েদ আল নাহ্যান কে নিযুক্ত করলো

☛ 2. প্রতি বছর 31 শে মার্চ ওয়ার্ল্ড ব্যাক-আপ দিবস পালিত হয়, এছাড়াও এই দিনটি International Day of Drug Checking হিসেবেও পালিত হয়

☛ 3. হিরো মোটোকর্প বোর্ড নিরঞ্জন গুপ্ত কে সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করলো

☛ 4. সুইস ওপেন 2023 ডাবলস খেতাব জিতলেন ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি

☛ 5. সঞ্চার ভবন এবং নতুন দিল্লির ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার অফিসের মধ্যে ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভিত্তিক টেলিকম নেটওয়ার্ক লিঙ্ক চালু হলো

☛ 6. অস্ত্র উৎপাদন পদ্ধতিকে গতি প্রদান করতে প্রতিরক্ষা মন্ত্রক, BrahMos অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের সাথে 1700 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করলো

☛ 7. প্রবীর সিনহা কে টাটা পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে পুনরায় নিযুক্ত করা হলো

☛ 8. বলিউড অভিনেতা রণবীর সিং কে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো স্টার স্পোর্টস

☛ 9. দার্জিলিং এর লেখক Lekhnath Chhetri নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'Phoolange'

☛ 10. পরিষ্কার পানীয় জল সরবরাহের জন্য কর্ণাটক কে $ 363m অর্থের লোনের মান্যতা দিলো বিশ্ব ব্যাংক