দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 28/03/2023 & 29/03/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 28/03/2023 & 29/03/2023

***************

28/03/2023


✏ 1. স্কটল্যান্ডের নতুন প্রথম মন্ত্রী হতে চলেছেন স্কটিশ ন্যাশনাল পার্টির Humza Yousaf 

✏ 2. অফলাইন রিটেইল পেমেন্টস ডেমন্স্ট্রেট করার জন্য IDFC ফার্স্ট ব্যাংক এবং Crunchfish জোটবদ্ধ হলো

✏ 3. 2024 অর্থবর্ষের জন্য S & P গ্লোবাল রেটিংস ভারতের জিডিপি গ্রোথ 6% এ অপরিবর্তিত রাখলো

✏ 4. বেঙ্গালুরু তে Lord Basaveshwara ji এবং Nadaprabhu Kempegowda ji এর মূর্তির উন্মোচন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

✏ 5. আন্তর্জাতিক সহযোগিতার জন্য SVJN Ltd 915 কোটি টাকা 'GREEN' ফাইন্যান্স পেলো জাপান ব্যাংক থেকে

✏ 6. মালেয়ালম কমেডির রাজা Innocent Vareed Thekkethala 75 বছর বয়সে প্রয়াত হলেন

✏ 7. জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী Ghulam Nabi Azad এর আত্মজীবনী প্রকাশিত হতে চলেছে যার শিরোনাম 'Azaad'

✏ 8. লেখক M T Vasudevan Nair কে কেরলের সর্বোচ্চ নাগরিক সম্মান 'Kerala Jyothi' এ সম্মানিত করা হলো

✏ 9. AFI ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2 তে 100 মিটার এবং 200 মিটার এ দুটি গোল্ড মেডেল জিতলেন তামিলনাড়ুর Archana Suseendran

✏ 10. দ্বিতীয় জি-20 ইনফাস্ট্রাকচার ওয়ার্কিং গ্রুপ মিটিং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামে শুরু হলো


29/03/2023


🎲 1. ডিজিটাল পেমেন্টস এর জন্য 'Pin on Mobile' এর উপর ভিত্তি করে অ্যাক্সিস ব্যাংক 'MicroPay' লঞ্চ করলো

🎲 2. র‍্যাবিস রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য ভারত সরকার ন্যাশনাল র‍্যাবিস কন্ট্রোল প্রোগ্রাম (NRCP) লঞ্চ করলো

🎲 3. সম্প্রতি তানজানিয়া তে Marburg নামক প্রাণঘাতী ভাইরাস ঘটিত রোগ ছড়িয়ে পড়লো

🎲 4. কাশ্মীরের আলিয়া মির কে ওয়াইল্ডলাইফ কনজার্ভেশন আওয়ার্ড 2023 দ্বারা সম্মানিত করা হলো

🎲 5. প্রাক্তন SEBI চেয়ারম্যান ইউকে সিনহা এবং দীপালি গোয়েঙ্কা কে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত করলো NDTV

🎲 6. The Foundation of SAARC Writers and Literature (FOSWAL) এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে অনন্য সাহিত্য সম্মান প্রদান করা হলো

🎲 7. SCO-ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং হোস্ট করতে চলেছে ভারত

🎲 8. আফ্রিকান আর্মি চিফ এবং ভারতের আর্মি চিফ -এর মধ্যে জয়েন্ট কনফারেন্স পুনেতে সম্পন্ন হলো

🎲 9. চলচ্চিত্র নির্মাতা বসু চ্যাটার্জীর উপর নতুন বই প্রকাশিত হতে চলেছে যার শিরোনাম 'Basu Chatterji: And Middle-of-the-Road Cinema', এটি লিখেছেন অনিরুদ্ধ ভট্টাচার্য  

🎲 10. আসামের ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্টের জন্য $108 মিলিয়ন অর্থের লোন মান্যতা দিলো বিশ্ব ব্যাংক