দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 26/02/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 26/02/2023 

****************


➲ 1. অবসরপ্রাপ্ত BSF ডিরেক্টর-জেনারেল পঙ্কজ কুমার সিং কে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে নিযুক্ত করা হলো

➲ 2. $ 5.2 বিলিয়ন অর্থের বিনিময়ে 6 টি সাবমেরিন তৈরির জন্য ভারত এবং জার্মানি চুক্তি স্বাক্ষর করলো

➲ 3. কেরলের আলুভা তে 100 KWp এর সোলার প্লান্ট স্থাপন করলো ফেডারেল ব্যাংক

➲ 4. ইনস্টাগ্রাম সম্প্রতি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চালিত Artifact নামক নিউজ ফিড এপ্লিকেশন লঞ্চ করলো

➲ 5. প্রতিবেশী দেশ চীনের কাছ থেকে $ 700 মিলিয়ন ফান্ডের অর্থ সাহায্য পেলো পাকিস্তান

➲ 6. ISSF বিশ্ব কাপে মহিলাদের 10 m এয়ার রাইফেল ইভেন্টে তিলোত্তমা সেন ব্রোঞ্জ মেডেল জিতলেন

➲ 7. প্রাক্তন ইনকাম ট্যাক্স চিফ TCA Ramanujam সম্প্রতি 88 বছর বয়সে প্রয়াত হলেন

➲ 8. মেরিটাইম সিকিউরিটি তে ইনফরমেশন শেয়ারের উপর ভারত এবং Seychelles চুক্তি স্বাক্ষর করলো

➲ 9. ভারতের প্রথম ভার্চুয়াল শপিং অ্যাপ Momentum 2.0 লঞ্চ করতে চলেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন

➲ 10. রাজীব সিং রঘুবংশী কে নতুন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া পদে নিযুক্ত করা হলো