আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 209

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 209



***********************************


1. মুখমণ্ডলের মোট অস্থির সংখ্যা কত ? 
Ans : 14 টি 

2. কানের মোট অস্থির সংখ্যা কত ? 
Ans : 6 টি 

3. গলার মোট অস্থির সংখ্যা কত ? 
Ans : 1 টি 

4. কাঁধের মোট অস্থির সংখ্যা কত ? 
Ans : 4 টি 

5. বক্ষের মোট অস্থির সংখ্যা কত ? 
Ans : 25 টি 

6. মেরুদণ্ডের মোট অস্থির সংখ্যা কত ? 
Ans : 24 টি 

7. ঊর্ধ্ববাহুর মোট অস্থির সংখ্যা কত ? 
Ans : 2 টি

8. নিম্নবাহুর মোট অস্থির সংখ্যা কত ? 
Ans : 4 টি

9. হাতের তালুর মোট অস্থির সংখ্যা কত ? 
Ans : 10 টি হাড়

10. কব্জির মোট অস্থির সংখ্যা কত ? 
Ans : 16 টি 

✍ 11. ডিপার্টমেন্ট অফ স্পেস কোথায় অবস্থিত ? 
Ans : ব্যাঙ্গালুরু 

✍ 12. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং কোথায় অবস্থিত ? 
Ans : দেরাদুন

✍ 13. নর্দার্ন রিজিওনাল রিমোট সেন্সিং সেন্টার কোথায় অবস্থিত ? 
Ans : দেরাদুন 

✍ 14. ইনস্ট্যান্ট গ্রাউন্ড স্টেশন কোথায় অবস্থিত ? 
Ans : লখনৌ 

✍ 15. নর্থ ইস্টার্ন স্পেস এপ্লিকেশন সেন্টার কোথায় অবস্থিত ? 
Ans : শিলং 

✍ 16. ইস্টার্ন রিজিওনাল রিমোট সেন্সিং সেন্টার কোথায় অবস্থিত ? 
Ans : খড়গপুর 

✍ 17. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি/সেন্টার কোথায় অবস্থিত ? 
Ans : হায়দ্রাবাদ 

✍ 18. ন্যাশনাল এটমোস্ফিয়ার রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত ? 
Ans : তিরূপতি 

✍ 19. সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত ? 
Ans : শ্রীহরিকোটা 

✍ 20. ইসরো প্রোপালসন কমপ্লেক্স কোথায় অবস্থিত ? 
Ans : মহেন্দ্রগিরি