আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 207

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 207



***********************************


প্রশ্ন : পশ্চিমবঙ্গের বিখ্যাত পাখিরালয় কোনটি ?
উত্তর : কুলিক ।

প্রশ্ন : ফারাক্কা নদীর বাঁধ কত সালে গড়ে উঠেছিল ?
উত্তর : 1975 সালে ।

প্রশ্ন : জাতীয় বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত ?
উত্তর : হাওড়া ।

প্রশ্ন : রমনাবাগান অভয়ারণ্যটি কোন জেলায় রয়েছে ?
উত্তর : বর্ধমান ।

প্রশ্ন : চন্দ্রকেতুগড় পর্যটনস্থলটি কোন জেলায় অবস্থিত ?
উত্তর : উত্তর 24 পরগনা ।

প্রশ্ন : কত সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় ?
উত্তর : 1872 সালে ।

প্রশ্ন : পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয় ?
উত্তর : আলিপুরদুয়ার ।

প্রশ্ন : পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি? 
উত্তর : জয়ী সেতু (তিস্তা নদীর উপরে, কোচবিহার) ।

প্রশ্ন : পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি ?
উত্তর : দার্জিলিং।

প্রশ্ন : পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন এর নাম কি ? 
উত্তর : ঘুম রেলস্টেশন, দার্জিলিং ।

প্রশ্ন : পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ এর নাম কি ?
উত্তর : ফারাক্কা বাঁধ ।
প্রশ্ন : আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : কালজানি ।

প্রশ্ন : পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত কোন নদীটি বৃষ্টির জল দ্বারা পুষ্ট নয়?
উত্তর : তিস্তা ।

প্রশ্ন : মালদা জেলার প্রাচীন পলিমাটিকে কি বলে ?
উত্তর : বরেন্দ্রভূমি ।

প্রশ্ন : কোন স্থানটি ভুটানের যাওয়ার প্রবেশপথ নামে পরিচিত?
উত্তর : জলপাইগুড়ি ।

প্রশ্ন : দামোদর নদীর একটি শাখা কি নামে রূপনারায়ণের সাথে মিশেছে?
উত্তর : মুন্ডেশ্বরী ।

প্রশ্ন : পশ্চিমবঙ্গের বিখ্যাত পাখিরালয় কোনটি ?
উত্তর : কুলিক ।

প্রশ্ন : ফারাক্কা নদীর বাঁধ কত সালে গড়ে উঠেছিল ?
উত্তর : 1975 সালে ।

প্রশ্ন : জাতীয় বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত ?
উত্তর : হাওড়া ।

প্রশ্ন : রমনাবাগান অভয়ারণ্যটি কোন জেলায় রয়েছে ?
উত্তর : বর্ধমান ।

প্রশ্ন : চন্দ্রকেতুগড় পর্যটনস্থলটি কোন জেলায় অবস্থিত ?
উত্তর : উত্তর 24 পরগনা ।

প্রশ্ন : কত সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় ?
উত্তর : 1872 সালে ।