দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 30/01/2023
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 30/01/2023
****************
✏ 1. ইংল্যান্ড কে হারিয়ে প্রথমবার অনুষ্ঠিত হওয়া U-19 মহিলা টি-20 বিশ্বকাপ জিতলো ভারত
✏ 2. অস্ট্রেলিয়ান ওপেন 2023 এ পুরুষ একক বিভাগে খেতাব জিতলো নোভাক জোকোভিচ এবং মহিলা একক বিভাগে খেতাব জিতলো A. Sabalenka
✏ 3. সূর্যকে নিয়ে গবেষণার জন্য ভারতের প্রথম মিশন Aditya - L1 এবছরের জুন-জুলাই মাসে লঞ্চ করতে চলেছে ISRO
✏ 4. উত্তরাখণ্ডে ভারতের প্রথম গ্রীন সোলার প্যানেল ফ্যাক্টরি গড়ে তুলতে চলেছে Luminous
✏ 5. বেলজিয়াম কে হারিয়ে FIH পুরুষ হকি বিশ্বকাপ 2023 জিতলো জার্মানি
✏ 6. চেক প্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি হলেন NATO মিলিটারি কমিটির প্রাক্তন চেয়ারম্যান Petr Pavel
✏ 7. প্রতিবছর 30 শে জানুয়ারি Martyr's Day বা শহীদ দিবস পালিত হয়
✏ 8. তেলেঙ্গানায় মেয়েদের জন্য Project Aspiration লঞ্চ করলো Woxsen University
✏ 9. মহিলা ক্রিকেটারদের সম্মান জানাতে Debbie H. Medal আনতে চলেছে নিউজিল্যান্ড
✏ 10. নতুন দিল্লিতে ন্যাশনাল লজিস্টিক্স লজিস্টিক্স এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল