আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 200

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 200



***********************************



1. ভারতকে ___ বায়ুর দেশ বলা হয় ?
Ans : ক্রান্তীয় মৌসুমী বায়ু

2. কোন ঝড় Norwester নামেও পরিচিত ?
Ans : কালবৈশাখী

3. গ্রীষ্মকালে ভারতের উত্তর-পশ্চিম রাজস্থানেগুজরাটেপাঞ্জাবে কোন বায়ু প্রবাহিত হয় ?
Ans : লু

4. গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে ধূলিঝড় সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় কি বলে ?
Ans : আঁধি

5. চেরী ব্লজম এর কারণে কেরালায় কোন ফসলের উৎপাদন ভালো হয় ?
Ans : কফি চাষ

6. জেট বায়ু উত্তর গোলার্ধের কোন অবস্থানে অবস্থিত ?
Ans : 30° - 60°N

7. 2020 সালের বঙ্গপ্রসাগরে তৈরি হওয়া আমফান ঘূর্ণাবর্ত নামকরণ করে কোন দেশ ?
Ans : থাইল্যান্ড

8. ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক হল -
Ans : তাপমান

9. তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর-নভেম্বর মাসে প্রবল বর্ষণের কারণ -
Ans : প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু

10. শীতকালে বৃষ্টিপাত ঘটার জন্য দায়ী হলো -
Ans : পশ্চিমি ঝঞ্ঝা

11. মারিয়ানা খাত কোন মহাসাগরের সর্বনিম্ন স্থান ?
Ans : প্রশান্ত মহাসাগর

12. পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হবার সময়কে কি বলে ?
Ans : পেরিজি

13. পৃথিবী ও চাঁদের মধ্যে দূরতম অবস্থান কে কি বলে ?
Ans : অ্যাপোজি

14. বছরের কোন দিনটি কে মহাবিষুব ধরা হয় ?
Ans : 21 শে মার্চ
 
15. কন্টিনেন্টাল ড্রিফট থিওরির প্রবক্তা কে ?
Ans : আলফ্রেড উইয়েগনার